Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভুয়া চিকিৎসক সেজে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ জুলাই) মধ্যরাতে হাসপাতালের ২ নম্বর ভবনের নিচতলা থেকে তাদের আটক করে আনসার সদস্যরা। পরে তাদের ঢামেক পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন—সজিব দাস পার্থ (২১) ও মানিক মিয়া (২২)। সজিব দাস মৌলভীবাজার জেলার রাজনগর থানার রানেশ চন্দ্র দাসের ছেলে, আর মানিক মিয়া চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার ঈসাখালী গ্রামের আবুল বাশারের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ওই রাতে সজিব দাস পার্থ চিকিৎসকের অ্যাপ্রোন পরিধান করে ২ নম্বর ভবনের নিচতলায় অবস্থান করছিলেন। সেখানে তিনি হুইলচেয়ারে বসা এক নারী রোগী কুলসুম বেগমকে (৫৪) জোরপূর্বক দাঁড় করিয়ে হাঁটাতে চেষ্টা করেন। হাঁটার সময় কুলসুম বেগম পড়ে গেলে তারা দ্রুত পালানোর চেষ্টা করেন।
ঘটনাস্থলে থাকা আনসার সদস্যরা তাদের সন্দেহ করে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের চিকিৎসক পরিচয় দিলেও কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে পারেনি। পরে তাদের ঢামেক পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।
সজিব দাস পার্থের পরিবার জানিয়েছে, তিনি পাবনা মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র। তবে পরিবারের সদস্যরা দাবি করেন, তিনি মানসিক ভারসাম্যহীন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাহবাগ থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।’