27.1 C
Dhaka
শুক্রবার, আগস্ট ১, ২০২৫

টয়োটায় চাকরি না পেয়ে নিজেই বানালেন হোন্ডা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
একটা সময় এমন ছিল, হোন্ডা যে একটি মোটরসাইকেলের কোম্পানির নাম, তা আমাদের অনেকেরই অজানা ছিল। মনে করা হতো, মোটরসাইকেলের আরেক নাম হোন্ডা। তবে এই হোন্ডা ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা জাপানের সইচিরো (soichiro) হোন্ডাকে বারবার নিতে হয়েছে ব্যর্থতার স্বাদ। ছোটবেলা থেকে কলকবজা নিয়ে কাজ করতে ভালোবাসতেন তিনি। মাত্র ১৫ বছর বয়সে বাড়ি থেকে বের হয়ে যান সইচিরো। তাঁর ছিল না কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা। বাড়ি থেকে বের হয়ে চলে যান রাজধানী টোকিওতে। সেখানে কাজ নেন একটি গ্যারেজে। ওই গ্যারেজে তাঁর কাজ ছিল কলকবজা পরিষ্কার করা ও গ্যারেজমালিকের বাচ্চাদের দেখাশোনা।
ইচ্ছা ছিল টয়োটা কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার। সেইমতো গেলেন ইন্টারভিউ দিতে। তবে স্বপ্নের ওই চাকরি কপালে জোটেনি তাঁর। কিন্তু এই ব্যর্থতা তাঁকে তাঁর লক্ষ্য থেকে সরাতে পারেনি। নিজ ঘরে বসেই বানাতে শুরু করেন স্কুটার। চেষ্টার ত্রুটি না করে রাতের পর রাত নিরলস পরিশ্রম করে যান। অবশেষে ১৯৪৬ সালে সফল হন। তৈরি করেন মোটরচালিত সাইকেল। আর ১৯৪৮ সালে প্রতিষ্ঠা করেন হোন্ডা মোটর কোম্পানি। সইচিরোর শ্রম ও সাধনার বদৌলতে তাঁর প্রতিষ্ঠানটি একসময় হয়ে ওঠে বিশ্ববিখ্যাত হোন্ডা কোম্পানি
- Advertisement -spot_img
সর্বশেষ

ঝালকাঠিতে বিলের তদবির করতে এসে জনতার হাতে আটক ২ শিক্ষার্থী

খবরের দেশ ডেস্ক : ঝালকাঠিতে বিলের তদবির করতে এসে জনতার হাতে আটক হয়েছেন দুই শিক্ষার্থী। পরে তাদের পুলিশে দেওয়া হলে...