Your Ads Here 100x100 |
---|
খোঁজ নিয়ে জানা গেছে, পপি দীর্ঘ ৬ বছরেরও বেশি সময় হলো জাহাজ ব্যবসায়ী আদনান উদ্দিন কামালকে বিয়ে করেছেন। তাদের সংসারে (আয়াত) নামে একটি পুত্র সন্তানও রয়েছে। ব্যক্তিজীবনে ব্যবসায়ী আদনান বিবাহিত। তার তিনটি সন্তানও রয়েছে।
বছরখানেক আগে বিয়ের গুঞ্জন উঠলে- পপির সঙ্গে বিয়ের খবর তার স্ত্রী উপভোগ করছেন বলেও মন্তব্য করেন আদনান উদ্দিন বলেন, ‘পপির সঙ্গে বিয়ের খবরে আমাকে রীতিমতো ভাইরাল করে দেওয়া হয়েছে। পুরো বিষয়টা বেশ উপভোগ করেছে আমার স্ত্রী।’ তবে বছরখানেক পার হতেই সেই আদনানের পাশেই দেখা মিলল চিত্রনায়িকা পপির।
গত সোমবার খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় পপির বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার ছোট বোন ফিরোজা পারভীন। সেই জিডির সূত্র ধরেই মিলেছে পপির স্বামী-সন্তানের খোঁজ।
জিডি সূত্রে জানা যায়, পৈতৃক জমি নিজ দখলে নিতে স্বামী ও লোকজন নিয়ে গত সোমবার বেলা সাড়ে ১২টায় সোনাডাঙ্গার শিববাড়িতে জড়ো হন পপি। এতে বাধা দিলে একপর্যায়ে ফিরোজা পারভীনসহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী।