31.2 C
Dhaka
রবিবার, আগস্ট ৩, ২০২৫

‘আনন্দ অশ্রু’ : এক বিয়োগাত্মক ভালোবাসার গল্প

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্ক :
শহুরে গায়ক খসরু গ্রামে বেড়াতে এসে প্রেমে পড়ে কিশোরী দুলার।কিন্তু চাচার ষড়যন্ত্রে তাদের বিচ্ছেদ ঘটে,খসরু হয়ে পড়ে মানসিক ভাবে অসুস্থ,এক পর্যায়ে খসরুকে সুস্থকরার দায়িত্ব এসে পড়ে সেবিকা রুপী দুলীর।কিন্তু খসরু আর দুলীর প্রেম পরিনতি পায় এক বিয়োগাত্মক কাহিনী দিয়ে।পরিচালক শিবলী সাদিকের হাত ধরে নির্মিত হয় সালমান শাহ- শাবনূর অভিনীত অনবদ্য প্রেমের সিনেমা ‘আনন্দ অশ্রু’।
দুর্দান্ত গল্প,নির্মানশৈলী,সুমধুর গান আর জনপ্রিয় অনবদ্য অভিনয়ে সিনেমাটি হয়ে উঠে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র। তৎকালীন সময়ে সিনেমাটি সাধারন হিট হলেও এটি আরো ব্যবসাসফল হওয়ার দাবি রাখে। সালমান শাহ এই সিনেমার ডাবিং করে যেতে পারেন নি,তার হয়ে ডাবিং করেছিলেন ডন।
কাঞ্চির সঙ্গে দ্বৈত গানটিও ডামির সাহায্যে করা।শুধুমাত্র অভিনয়ে নিজের অভিব্যক্তিতেই এই চরিত্রতে অমর হয়ে আছেন। আর দুলী চরিত্রে চঞ্চলতা থেকে নিরবতা দুইদিকেই সম্ভবত বানিজ্যিক সিনেমায় সেরা অভিনয় করেছিলেন শাবনূর,তার চরিত্রটি খুবই জনপ্রিয়।
কাঞ্চিও বেশ ভালো করেছিলেন,খল চরিত্রে হুমায়ুন ফরিদী,দুলির মায়ের চরিত্রে ডলি জহুর ছাড়াও সাদেক বাচ্চু,নানা শাহ,সিরাজুল ইসলাম,দিলদার রা ছিলেন। প্রথিতযশা নির্মাতা শিবলী সাদিকের সেরা সিনেমা যদি ভেজা চোখ হয় তবে এটির অবস্থান ঠিক তার পরেই।
১৯৯৭ সালে মুক্তি পাওয়া গল্প,অভিনয়ের,নির্মানের পাশাপাশি এই ছবির অন্যতম মূল সম্পদ হল গান। আহমেদ ইমতিয়াজ বুলবুলের গীত ও সঙ্গীতে অন্যতম সেরা কাজ হয়ে থাকবে। কনকচাঁপার কন্ঠে তুমি আমার এমনই একজন,উত্তরে ভয়ংকর জঙ্গল ও থাকতো যদি প্রেমের আদালত গান দুইটি অন্যমাত্রা এনে দেয়,সঙ্গে এন্ড্রু কিশোর- সালমা জাহানের কন্ঠে ‘তুমি মোর জীবনের ভাবনা’ও বেশ জনপ্রিয়।
- Advertisement -spot_img
সর্বশেষ

রাশিয়ার জ্বালানি স্থাপনায় ড্রোনের আঘাতে একটি জ্বালানি ট্যাংকে আগুন ধরে যায়

খবরের দেশ ডেস্ক : রাশিয়ার কৃষ্ণসাগরতীরবর্তী শহর সোচিতে একটি বড় তেল ডিপোতে ভয়াবহ আগুন লেগেছে। দেশটির কর্মকর্তারা দাবি করছেন, ইউক্রেন...