27.6 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫

র‍্যাব পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাত দলের আট সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্কঃ

রাজধানীর শাহবাগ এলাকায় র‍্যাব পরিচয়ে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ সংঘবদ্ধ ডাকাত দলের আট সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির শাহবাগ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন—
১। মিন্টু হালদার (৪২)
২। মোঃ নাজমুল হাসান
৩। নির্মল হালদার (৩৭)
৪। সালাউদ্দিন (৩৫)
৫। মোঃ দেলোয়ার হোসেন সিকদার (৫৫)
৬। সৈয়দ শামীম হোসেন (৪৫)
৭। পবিত্র পাল (৩৮)
৮। বলরাম চন্দ্র পাল (৩৭)

শাহবাগ থানা সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ০২:৫৫ ঘটিকায় রঞ্জন চন্দ্র সিংহ নামের এক ব্যক্তি পায়ে হেঁটে বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনের কাছাকাছি পৌঁছালে ৩-৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি র‍্যাবের পোশাক পরিহিত অবস্থায় তাকে জোরপূর্বক একটি সাদা রঙের হাইয়েস মাইক্রোবাসে তোলার চেষ্টা করে।

এ সময় তিনি তাদের হাত থেকে বাঁচতে নগদ টাকা ও স্বর্ণালংকার ভর্তি ব্যাগ রাস্তায় ছুঁড়ে ফেলেন। তখন র‍্যাবের পোশাক পরিহিত ওই ব্যক্তিরা ব্যাগটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। উক্ত ব্যাগে নগদ ৪ লক্ষ টাকা ও প্রায় ১১ ভরি স্বর্ণালংকার ছিল।

পরবর্তীতে এ ঘটনায় রঞ্জন চন্দ্র সিংহের অভিযোগের প্রেক্ষিতে ৩১ জুলাই ২০২৫ তারিখ শাহবাগ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, উক্ত ঘটনার প্রেক্ষিতে শাহবাগ থানার একটি চৌকস আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় গত বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫ খ্রি.) সকাল আনুমানিক ০৮:০০ ঘটিকায় শাহবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

এ সময় তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি র‍্যাব ইউনিফর্ম (শার্ট), একটি র‍্যাব ইউনিফর্ম (প্যান্ট), দুটি র‍্যাব হ্যাঙ্গিং ব্যাজ, চারটি র‍্যাব সোল্ডার ব্যাজ, ছয়টি র‍্যাব র‍্যাঙ্ক ব্যাজ, একটি র‍্যাব ল্যানিয়ার্ড, একটি র‍্যাব টিউনিং হ্যাঙ্গিং ব্যাজ, একটি ‘র‍্যাব’ লেখা ক্যাপ, ১১টি মোবাইল ফোন, দুটি খেলনা পিস্তল, দুটি হ্যান্ডকাফ, দুটি সিগন্যাল লাইট এবং একটি হিরো স্কুটি উদ্ধার করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য। তারা রাজধানীর তাতিবাজার স্বর্ণপট্টি এলাকায় আগত স্বর্ণব্যবসায়ীদের অনুসরণ করত এবং সুবিধাজনক স্থানে পথরোধ করে র‍্যাব বা ডিবি পরিচয়ে ডাকাতি করত—এমন প্রাথমিক স্বীকারোক্তি তারা দিয়েছে। গ্রেফতারকৃতদের নামে একাধিক ডাকাতির মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং অন্যান্য পলাতক সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

কি ইট লাগাইছে, শহিদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন?

খবরের দেশ ডেস্ক : কি ইট লাগাইছে, শহিদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন?  জুলাই গণঅভ্যুত্থানে শহিদ রায়েরবাজার গণকবরের লাশগুলো ডিএনএ টেস্টের...