29.9 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫

পুঠিয়ায় হায়নার কামড়ে ৪জন আহত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি :
রাজশাহীর পুঠিয়া উপজেলা বানেশ্বর ইউনিয়নের শিবপুর এলাকায় গতকাল ৩১ জুলাই ভোর রাতে এক পশুর আক্রমণে ওই এলাকার চারজন আহত হয়েছেন।
অপরদিকে দুর্গাপুর এলাকাতেও এ ধরনের ঘটনায় একজন ব্যক্তি আহত হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী আব্দুল খালেক বলেন,আমার উপর আক্রমণ হয়েছে,গতকাল ভোররাতে হঠাৎ হায়নার মতো দেখতে খুব দ্রুত সময়ের মধ্যে আমাকে আক্রমণ করে এবং আমাকে কামড় ও আঁচড় দেয়। আমি চিৎকার করলে অনেক লোক আসলে পালিয়ে যায় হিংস্র প্রাণীটি।
বর্তমানে আমি রাজশাহী আইডি হাসপাতালে ভর্তি আছি। আমি সহ আরো চারজন ভর্তি আছে মোট পাঁচজন,এরমধ্যে একজন দুর্গাপুর উপজেলার বাসিন্দা রয়েছে। বেশ কিছুদিন ধরে এই ঘটনা ঘটছে আমাদের শিবপুরের বিভিন্ন এলাকায়।
এখন পর্যন্ত শিবপুর এলাকায় মোট আহত ৪ জন ও দুর্গাপুর উপজেলার একজন । আহত ব্যক্তিরা হলেন,মোঃ খালেক,মোঃ মমিনুল ভ্যানচালক,মোঃ রশিদ , মোঃ ইমরান উভয়ের গ্রাম শিবপুর ও দুর্গাপুর উপজেলার মুসা নামের একজনকে আক্রমণ করে প্রাণীটি। আহত ব্যক্তিরা জানাই প্রাণীটি আমরা এক ঝলক দেখেছি আমাদের কাছে হায়নার মত মনে হয়েছে। টেলিভিশনে অনেক সময় এ ধরনের প্রাণী দেখেছি আমরা।
এলাকাবাসী ইসমাইল হোসেন বলেন, এলাকায় এই বিষয় নিয়ে ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে,আমিও শুনেছি। তবে এখনো চোখে দেখেনি। যারা আহত হয়েছে তারা বলছে হায়না নাকি আক্রমণ করছে তাদের। এ বিষয়টি নিয়ে গ্রামবাসী আমরা সবাই ব্যাপক আতঙ্কিত।
এ বিষয়ে পুঠিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, রফিকুল ইসলাম বলেন, এই ধরণের প্রাণী এই এলাকাতে বিরল,অনেক সময় হয়ে থাকে পাগলা শিয়াল এ ধরনের আক্রমণ করে থাকে। দিনে অথবা রাতে,মানুষকে অথবা পশুপাখি কেউ পেলে হামলা করে থাকে। তবে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে এটি পাগল হয়ে যাওয়া একটি শিয়ালের কাজ হয়ে থাকবে।
সন্ধ্যা হলেই অন্ধকারে ছেয়ে যায় ক্যাম্পাস, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা
- Advertisement -spot_img
সর্বশেষ

ভোলায় বোরহানউদ্দিনে ভূয়া নামজারি তৈরী চক্রের সদস্য প্রধান দলিল লেখক বাবুল

ভোলা প্রতিনিধি, ভোলার বোরহানউদ্দিনে ভূয়া নামজারি ও দাখিলা তৈরী করে দাতা, গ্রহীতার জমির দলিল রেজিস্ট্রি করার ব্যবস্থা করে দিচ্ছে,চক্রের প্রধান...