27.6 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫

কি ইট লাগাইছে, শহিদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন?

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
কি ইট লাগাইছে, শহিদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন?
 জুলাই গণঅভ্যুত্থানে শহিদ রায়েরবাজার গণকবরের লাশগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
উপদেষ্টা শনিবার (২ জুলাই) দুপুরে রাজধানীর রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের গণকবর পরিদর্শন ও কবর জিয়ারত শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।
উপদেষ্টা আরও বলেন, ডিএনএ টেস্টের মাধ্যমে লাশগুলো শনাক্তকরণের পর শহিদ পরিবারগুলো চাইলে নিজ নিজ গ্রামে নিয়েও সমাহিত করতে পারবেন। তিনি এসময় জানান, রায়েরবাজার গণকবরে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ১১৪ জনের লাশ সমাহিত করা হয়েছে।
জুলাই শহিদদের গণকবর নির্মাণ কাজের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে উপদেষ্টা বলেন, আমাদের দেশের বড় সমস্যা হলো দুর্নীতি৷ দুর্নীতি না কমলে কিছুই ঠিক হবে না৷ তিনি বলেন, এই যে শহিদের কবর দেখলেন সেখানেও ইটের মান ভালো দিচ্ছে না৷ উপদেষ্টা এসময় সেখানে উপস্থিত গণপূর্তের সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীকে নিম্ন মানের ইট পরিবর্তন করে ভালো মানের ইট সরবরাহ সহ কাজটির গুণগত মান নিশ্চিতকরণে সর্বোচ্চ তদারকির নির্দেশ দেন। নির্বাহী প্রকৌশলী ঠিকাদার পরিবর্তন সহ কাজটির গুণগত মান নিশ্চিতকরণে সর্বাত্মক প্রচেষ্টার আশ্বাস দেন।
উপদেষ্টা আরও বলেন, গণকবরের লাশগুলোর যেহেতু ডিএনএ টেস্ট করা হবে সেহেতু লাশগুলোর ময়নাতদন্ত হয়ে যাবে। এটা একটা কমিটির মাধ্যমে হবে যেখানে ডাক্তাররাও থাকবেন। কমিটির সদস্যরা বিস্তারিত বলতে পারবে এটা কোন প্রক্রিয়ায় হবে।
পোস্টমর্টেম বা ময়নাতদন্ত না হওয়ায় অনেক মামলার তদন্ত আটকে আছে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে তো অনেকেই শহিদ হয়েছেন৷ অনেকগুলো মামলা কিন্তু বিচারাধীন। কিছু মামলার বিচার শুরু হয়েছে৷ এই মামলাগুলোরও প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব বিচারের আওতায় আনা হবে।
উপদেষ্টা পরে রাজধানীর মোহাম্মদপুরে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন)-২ এর ব্যারাক এবং র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-২ এর সদর দপ্তর পরিদর্শন করেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

সরকার প্রশাসনকে এতটাই দলীয়করণ করেছে যে, কোনো কর্মসূচিতেই এখন গণমানুষের উপস্থিতি নেই

খবরের দেশ ডেস্ক : গণঅভ্যুত্থান সবসময়ই রাজনৈতিক, ছাত্র ও রাজনৈতিক শক্তির সমন্বয়ে তা ঘটে, উদযাপন সেভাবেই হয়। ৯০-এর গণঅভ্যুত্থানের পরেও...