31.2 C
Dhaka
রবিবার, আগস্ট ৩, ২০২৫

ইতিহাস সৃষ্টি করে দেশের হাসপাতালেই ‘আমীরে জামায়াতের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন’

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ডা. জাহাঙ্গীর কবির।
শনিবার (২ আগস্ট) সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. এস খালিদুজ্জামান কালবেলাকে বলেন, সবার দোয়ায় আমীরে জামায়াতের ওপেন হার্ট সার্জারি ভালোভাবে সম্পন্ন হয়েছে। তার ৪টি আর্টারিতে ব্লক সরানো হয়েছে। বর্তমানে তিনি কার্ডিয়াক আইসিইউতে পর্যবেক্ষণে রয়েছে। কার্ডিয়াক সার্জন জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে ৭ সদস্যের একটি চিকিৎসক প্রতিনিধি দল অংশগ্রহণ করে।
সার্জারির পর সংবাদ সম্মেলনের ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার সব আপডেট তুলে ধরেন জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, ‘ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং তিনি সুস্থ রয়েছেন। এ মুহূর্তে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।
এ সময় ডা. জাহাঙ্গীর কবির বলেন, ‘ডা. শফিকুর রহমানের দুটি ধমনিতে ৪টি বাইপাস করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে বাসায় যেতে পারবেন জামায়াত আমির।’
তিনি আরও বলেন, ‘আগামী ৩ দিনের মধ্যে আইসিইউ থেকে কেবিনে ট্রান্সফার করা হবে তাকে। এ ছাড়া আগামী ৩ সপ্তাহের মধ্যে রাজনৈতিক মাঠে ফিরতে পারবেন জামায়াত আমির।’
এর আগে, শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় সমাবেশে কথা বলতে গিয়ে অসুস্থ হয়ে যান তিনি। এরপরই ডা. শফিকুর রহমানের হার্টে পাঁচ থেকে ছয়টি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে তিনটি আর্টারির প্রায় ৮৫ শতাংশ ব্লক।
- Advertisement -spot_img
সর্বশেষ

রাশিয়ার জ্বালানি স্থাপনায় ড্রোনের আঘাতে একটি জ্বালানি ট্যাংকে আগুন ধরে যায়

খবরের দেশ ডেস্ক : রাশিয়ার কৃষ্ণসাগরতীরবর্তী শহর সোচিতে একটি বড় তেল ডিপোতে ভয়াবহ আগুন লেগেছে। দেশটির কর্মকর্তারা দাবি করছেন, ইউক্রেন...