32.7 C
Dhaka
রবিবার, আগস্ট ৩, ২০২৫

তারকা হামজা চৌধুরী ও কানাডিয়ান লিগে খেলা শমিত শোম আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দুটিতে থাকছেন না

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
সেপ্টেম্বরের শুরুতে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নেপালের কাঠমান্ডুতে যাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। জামাল ভূঁইয়ার নেতৃত্বে এই সফরে দুটি প্রীতি ম্যাচ খেলবে জাতীয় দল। এ লক্ষ্যে আগামী ১৩ আগস্ট ঢাকায় শুরু হচ্ছে দলের আবাসিক ক্যাম্প।
তবে লিস্টার সিটির তারকা হামজা চৌধুরী ও কানাডিয়ান লিগে খেলা শমিত শোম এই প্রীতি ম্যাচ দুটিতে থাকছেন না।

এদিকে, জাতীয় দলের পাশাপাশি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলও রয়েছে গুরুত্বপূর্ণ মিশনে।

 

দুই দলের সমান্তরাল কার্যক্রম ঠিকভাবে পরিচালনার জন্য এবার ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জাতীয় দল এবং অনূর্ধ্ব-২৩ দলের জন্য আলাদা দুটি উপ-কমিটি গঠন করেছে বাফুফের জাতীয় দল কমিটি।

জাতীয় দলের ক্যাম্প ১৩ আগস্ট শুরুর বিষয়টি উল্লেখ করে বাফুফে একটি চিঠি ইস্যু করেছে। দুটি উপ-কমিটির জন্য আলাদা করে পাঠানো চিঠিতে বাফুফের সহসভাপতি তাবিথ আউয়াল এবং ইমরুল হাসানের যৌথ স্বাক্ষর রয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ২২ জুলাই অনুষ্ঠিত সভায় দুটি উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

বাফুফের ইতিহাসে এবারই প্রথমবারের মতো জাতীয় ও যুব দলের জন্য পৃথক উপ-কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হলো।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

মিছিলে রিক্সাচালক সুজন মামার সেই ঐতিহাসিক স্যালুট ঝড় তুলেছিল সারা দেশে

খবরের দেশ ডেস্ক : শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে দ্রোহযাত্রার ব্যানারে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ...