31.2 C
Dhaka
রবিবার, আগস্ট ৩, ২০২৫

অবশেষে খুলেছে মাইলস্টোন ‘শিক্ষার্থীদের কারও মুখে নেই হাসি,আছে চাপা কান্না’

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার ১২ দিন পর আজ রোববার খুলছে রাজধানীর উত্তরা এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। তবে পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠান চালু হলেও আজ কোনো নিয়মিত ক্লাস বা পরীক্ষা হবে না। দিনের শুরুতে নিহতদের স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করে কর্তৃপক্ষ।
এদিন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের উপস্থিত দেখা গেলেও কারও মুখে নেই হাসি,আছে চাপা কান্না। মাথার উপর দিয়ে বিমান গেলে এখনও ভয় আর আতঙ্কের কথা বলেন।
অভিভাবকরা জানান, আতঙ্কের কথা। বিমান বিধ্বস্ত হওয়া সেই ভবনটির সামনে দাঁড়িয়ে ভয় আতঙ্কের কথা জানান অভিভাবকরা। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর চান না তারা।
ভয়াবহ বিমান দুর্ঘটনার পর টানা তৃতীয় দফায় ছুটি শেষে আজ রোববার (৩ আগস্ট) সীমিত পরিসরে খুলছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। তবে প্রথম দিন কোনো পাঠদান কার্যক্রম পরিচালিত হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নিহতদের স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করে কর্তৃপক্ষ।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে জানান, শিক্ষার্থীদের মানসিক স্বস্তি নিশ্চিত করা এবং ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।
নিহতদের স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করে কর্তৃপক্ষ।
তিনি আরও জানান, কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সহায়তার জন্য বর্তমানে কাউন্সেলিং কার্যক্রম চালু রয়েছে। পাশাপাশি, বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে পরিচালিত একটি চিকিৎসা ক্যাম্পে শারীরিক ও মানসিক পরামর্শ দেওয়া হচ্ছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

রাশিয়ার জ্বালানি স্থাপনায় ড্রোনের আঘাতে একটি জ্বালানি ট্যাংকে আগুন ধরে যায়

খবরের দেশ ডেস্ক : রাশিয়ার কৃষ্ণসাগরতীরবর্তী শহর সোচিতে একটি বড় তেল ডিপোতে ভয়াবহ আগুন লেগেছে। দেশটির কর্মকর্তারা দাবি করছেন, ইউক্রেন...