- Advertisement -
Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্ক :
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের ফাইনালে পাকিস্তান চ্যাম্পিয়ন্সকে ৯ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্স। এজবাস্টনে অনুষ্ঠিত এই ম্যাচে ব্যাট হাতে ঝড় তোলেন এবি ডি ভিলিয়ার্স। মাত্র ৬০ বলে ১২ চার ও ৭ ছক্কায় খেলেন অপরাজিত ১২০ রানের ইনিংস।
টস জিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে তোলে ১৯৫ রান।
৯টি চার ও ৪টি ছক্কায় ওপেনার শারজিল খান করেন ৪৪ বলে ৭৬ রান। ওমর আমিন ১৯ বলে ৩৬, আসিফ আলী ১৫ বলে ২৮, হাফিজ ১৭ এবং মালিক ২০ রান করলে স্কোর দাঁড়ায় ১৯৫। প্রোটিয়াদের হয়ে হার্ডুস ভিযোয়েন ও ওয়েইন পার্নেল নেন দুটি করে উইকেট।
লক্ষ্য তাড়ায় ৭২ রানে প্রথম উইকেট হারায় সাউথ আফ্রিকা।
হাশিম আমলা ১৪ বলে করেন ১৮ রান। এরপর ডি ভিলিয়ার্স ও জেপি ডুমিনি ম্যাচ বের করে নেন। ডুমিনি অপরাজিত থাকেন ২৮ বলে ৫০ রানে। আর ১২০ রানে ডি ভিলিয়ার্স।
১৯ বল ও ৯ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় প্রোটিয়ারা।