28.4 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫

আজ দেখবো কত জন যায় এই শহীদ মিনারে : আনিস আলমগীর

জনপ্রিয়
আনিস আলমগীর তার ফেসবুকে লিখেছেন, এই সেই সমাবেশ গত বছরের এই দিনের।  তিনি আরো লিখেছেন- আজ দেখবো কত জন যায় শহীদ মিনারে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম বলি রংপুর বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদকে হত্যার ১৭ দিন পরে এসে সরকার হত্যাকারী দুই পুলিশকে ক্লোজ করেছে! আর প্রধানমন্ত্রী বলেছেন, গণভবনের দরজা ছাত্র আন্দোলন নেতাদের জন্য খোলা। সে জন্যই আমাদের প্রাচীনকালের জ্ঞানীরা বলেছেন: সময়ে এক ফোঁড় অসময়ে দশ ফোঁড়!
৯ দফা পরিণত হয়েছে এখন এক দফায়।
এই ছবি আজকের শহীদ মিনারের সমাবেশের। গত পনেরো বছরে এতো শান্তিপূর্ণ কোনো সমাবেশ আমি আর দেখিনি। সামান্য হলেও সরকার ধন্যবাদ পাওয়ার যোগ্য যে এই সমাবেশে যোগ দিতে কাউকে কোনো বাধা দেয়নি। ধন্যবাদ আন্দোলনকারীদেরকেও সমাবেশ শান্তিপূর্ণ রাখায়।
- Advertisement -spot_img
সর্বশেষ

বোরহানউদ্দিন উপজেলায় জুলাই শহীদদের সমাধিতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাজ্ঞাপণ

আবু মাহাজ ,ভোলা প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জুলাই শহীদদের সমাধিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শ্রদ্ধাজ্ঞাপণ করা হয়েছে। আজ ৫ আগষ্ট সকালে মান্যবর...