আনিস আলমগীর তার ফেসবুকে লিখেছেন, এই সেই সমাবেশ গত বছরের এই দিনের। তিনি আরো লিখেছেন- আজ দেখবো কত জন যায় শহীদ মিনারে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম বলি রংপুর বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদকে হত্যার ১৭ দিন পরে এসে সরকার হত্যাকারী দুই পুলিশকে ক্লোজ করেছে! আর প্রধানমন্ত্রী বলেছেন, গণভবনের দরজা ছাত্র আন্দোলন নেতাদের জন্য খোলা। সে জন্যই আমাদের প্রাচীনকালের জ্ঞানীরা বলেছেন: সময়ে এক ফোঁড় অসময়ে দশ ফোঁড়!
৯ দফা পরিণত হয়েছে এখন এক দফায়।
এই ছবি আজকের শহীদ মিনারের সমাবেশের। গত পনেরো বছরে এতো শান্তিপূর্ণ কোনো সমাবেশ আমি আর দেখিনি। সামান্য হলেও সরকার ধন্যবাদ পাওয়ার যোগ্য যে এই সমাবেশে যোগ দিতে কাউকে কোনো বাধা দেয়নি। ধন্যবাদ আন্দোলনকারীদেরকেও সমাবেশ শান্তিপূর্ণ রাখায়।