- Advertisement -
Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্ক :
রাশিয়ার কৃষ্ণসাগরতীরবর্তী শহর সোচিতে একটি বড় তেল ডিপোতে ভয়াবহ আগুন লেগেছে। দেশটির কর্মকর্তারা দাবি করছেন, ইউক্রেন থেকে চালানো ড্রোন হামলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আজ রবিবার (৩ আগস্ট) ভোরে সোচির কাছাকাছি জ্বালানি স্থাপনায় ড্রোনের ধ্বংসাবশেষ আঘাত হানলে একটি জ্বালানি ট্যাংকে আগুন ধরে যায়। এতে পুরো স্থাপনাটিতে আগুন ছড়িয়ে পড়ে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন অন্তত ১২৭ জন দমকলকর্মী। অগ্নিকাণ্ডের কারণে সাময়িকভাবে সোচি বিমানবন্দরের ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর কৃষ্ণসাগরসহ বিভিন্ন অঞ্চলের আকাশে ৯৩টি ইউক্রেনীয় ড্রোন আটক বা ভূপাতিত করা হয়েছে।
অন্যদিকে, ইউক্রেনীয় কর্তৃপক্ষ দাবি করেছে, রাশিয়া রাতভর তাদের বিভিন্ন শহরে ৮৩টি ড্রোন ও সাতটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।