Your Ads Here 100x100 |
---|
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘিতে বেডো সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার বেলা ১২টায় উপজেলার তেঁতুলিয়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান স্মৃতি সড়কের দুই পাশে কাঁঠাল ও মেহেগনির শতাধিক গাছ রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। এসময় তিনি বলেন, গাছ আমাদের পরম বন্ধু। পৃথিবীতে এক সেকেন্ডেও বাঁচতে হলে আমাদের অক্সিজেন প্রয়োজন। আর অক্সিজেনের জোগান দেয় গাছ। তাই গাছের সাথে সখ্যতা বাড়াতে হবে। এজন্য সকলেরই একটি করে গাছ লাগানোর মাধ্যমে এই দেশকে সবুজে রুপান্তরিত করা সম্ভব।
তিনি আরও বলেন, বেডো সমৃদ্ধি কর্মসূচি এই উপজেলায় খুব ভালো কাজ করছে। এর মধ্যে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ একটি। যা প্রসংশার দাবীদার। তাঁদের চলমান ভালো কাজের অংশ হিসেবে তেঁতুলিয়া গ্রামের সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে।
এসময় আরও উপস্থিত ছিলেন-বেডো’র পরিচালক আতোয়ার হোসেন, উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুর রউফ, অধ্যক্ষ সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, দন্ত চিকিৎসক আমিনুল ইসলাম সুমন, সমৃদ্ধি কর্মসূচির উপজেলা কর্মসূচি সমন্বয়কারী তরিকুল ইসলাম, সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী শিবনাথ চন্দ্র পাল, স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমীন, সমৃদ্ধি কর্মসূচির ইউনিয়ন যুব কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবীব তুহিন, হাসিবুল ইসলাম শাকিল ও মামুন প্রমূখ।