27.7 C
Dhaka
সোমবার, আগস্ট ৪, ২০২৫

উচ্চমাধ্যমিক রেখেই চালু হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্কঃ

ঢাকা মহানগরীর সরকারি সাত কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ৪০ শতাংশ ক্লাস হবে অনলাইনে, আর বাকি ৬০ শতাংশ ক্লাস সশরীরে অনুষ্ঠিত হবে।

দেশের ইতিহাসে এই প্রথম কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়েও চালু থাকবে উচ্চ মাধ্যমিক স্তরের পাঠদান। আর বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম শুরু হবে চারটি অনুষদের অধীনে ২৩টি বিষয়ে স্নাতক পর্যায়ে।

সোমবার সচিবালয়ে ঢাকা মহানগরীর সরকারি ৭ কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপন সংক্রান্ত কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের রুটিন দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব মো. মজিবর রহমান এ তথ্য জানান।

নতুন এ বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য ও পরিচালনা পদ্ধতি তুলে ধরে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা হবে ইন্টারডিসিপ্লিনারি ও হাইব্রিড ধরনের, যেখানে ৪০ শতাংশ ক্লাস অনলাইন এবং ৬০ শতাংশ অফলাইনে (সশরীরে) অনুষ্ঠিত হবে। সব ধরনের পরীক্ষা সশরীরে অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে সব শিক্ষার্থী প্রথম চারটি সেমিস্টারে নন-মেজর কোর্স অধ্যয়ন করবেন। পরবর্তী চার সেমিস্টার ডিসিপ্লিন অনুযায়ী মেজর কোর্স অধ্যয়ন করবেন। তবে পঞ্চম সেমিস্টারে শর্তপূরণ সাপেক্ষে শিক্ষার্থীরা ইচ্ছানুযায়ী ডিসিপ্লিন পরিবর্তন করতে পারবেন। তবে ক্যাম্পাস পরিবর্তনের সুযোগ থাকবে না।

চার অনুষদে ২৩ বিষয়ে পাঠদান:

খোঁজ নিয়ে জানা গেছে, দেশের ইতিহাসে এই প্রথম কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়েও চালু থাকবে উচ্চ মাধ্যমিক স্তরের পাঠদান। আর বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম শুরু হবে চারটি অনুষদের অধীনে ২৩টি বিষয়ে স্নাতক পর্যায়ে।

ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ—এই সাতটি প্রতিষ্ঠানের সম্মিলিত কাঠামোর ভিত্তিতে গড়ে উঠছে নতুন এই বিশ্ববিদ্যালয়।

শুরুতেই চারটি অনুষদ, হাইব্রিড শিক্ষাব্যবস্থা

নতুন প্রতিষ্ঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে প্রাথমিকভাবে চালু হচ্ছে চারটি অনুষদ বা স্কুল। এগুলো হলো- সায়েন্স; আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ; বিজনেস স্টাডিজ ও ল অ্যান্ড জাস্টিস।

শিক্ষা কার্যক্রম হবে হাইব্রিড পদ্ধতিতে

৪০% ক্লাস হবে অনলাইনে, আর ৬০% অফলাইনে। তবে সব পরীক্ষা দিতে হবে সশরীরে। প্রথম চার সেমিস্টারে পড়ানো হবে নন-মেজর বিষয়, আর পরবর্তী চার সেমিস্টারে শিক্ষার্থীরা পড়বেন মেজর বিষয়ে। পঞ্চম সেমিস্টারে শর্তসাপেক্ষে ডিসিপ্লিন পরিবর্তনের সুযোগ থাকলেও কলেজ পরিবর্তন করা যাবে না।

প্রতি বিষয়ে ভর্তি সীমিত, যুক্ত হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষাও

স্নাতক পর্যায়ে মোট ২৩টি বিষয়ের প্রতিটিতে সর্বোচ্চ ৪০ জন করে শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। রাজধানীর সাতটি সরকারি কলেজের মধ্যে পাঁচটিতে আগেই একাদশ শ্রেণির পাঠদান চালু ছিল, এবার ইডেন কলেজ ও সরকারি তিতুমীর কলেজেও উচ্চ মাধ্যমিক শ্রেণি চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়টিতে এবারই প্রথম উচ্চ মাধ্যমিক শিক্ষার ধারাও যুক্ত হচ্ছে।

একই ক্যাম্পাসে উচ্চ মাধ্যমিক ও স্নাতকের শিক্ষার্থীরা সময়সূচি, স্থান ও সম্পদ ভাগাভাগির মাধ্যমে ক্লাস করবে।

প্রতি বিষয়ে ভর্তি হবে সর্বোচ্চ ৪০ জন

স্নাতক পর্যায়ের ২৩টি বিষয়ের প্রতিটিতে সর্বোচ্চ ৪০ জন করে শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। সাতটি কলেজের মধ্যে পাঁচটিতে একাদশ শ্রেণির পাঠদান আগেও ছিল, এবার ইডেন ও সরকারি তিতুমীর কলেজও উচ্চ মাধ্যমিক শ্রেণির পাঠদান শুরুর প্রস্তাবনাও দেওয়া হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো উচ্চ মাধ্যমিক শিক্ষার ধারাও যুক্ত হলো। উচ্চ মাধ্যমিক ও স্নাতকের শিক্ষার্থীরা টাইম, স্পেস ও রিসোর্স শেয়ারিংয়ের মাধ্যমে।

- Advertisement -spot_img
সর্বশেষ

জুলাই আন্দোলনে নিহত ১১৪ লাশ উত্তোলনের নির্দেশ

খবরের দেশ ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ১১৪ জনের পরিচয় শনাক্তে লাশ উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার চিফ...