27.7 C
Dhaka
সোমবার, আগস্ট ৪, ২০২৫

দুবাইতে ২ কোটি দিরহামের লটারি জিতলেন বাংলাদেশী দর্জি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
অনলাইন ডেস্কঃ

দুবাইতে ‘বিগ টিকিট’-এর ড্রতে ২ কোটি দিরহামের জ্যাকপট লটারি জিতেছেন দেশটিতে বসবাসকারী বাংলাদেশি দর্জি। এটি তার প্রথমবারের মতো কেনা টিকিট।

লটারি জয়ী ওই বাংলাদেশির নাম সবুজ মিয়া আমির হোসেন দেওয়ান। তিনি ১৮ বছর ধরে দুবাই বসবাস করেন। পেশায় তিনি একজন দর্জি। খবর খালেজ টাইমসের

নতুন কোটিপতি সবুজ মিয়া বলেন, আমি এবারই প্রথম লটারির টিকিট কিনি। এটি নিজেই এটি কিনেছিলাম। আমি বন্ধু-বান্ধবদের কাছে এমন লটারির কথা প্রায়ই শুনি। পরে ভাবলাম, আমি কেন একটা সুযোগ নেব না। এরপর আমি আবুধাবি যাই, সেখান থেকে টিকেট কিনেছি।

সবুজ আরও বলেন, যখন আমি লটারি জেতার খবর পেলাম। হতবাক হয়ে গেলাম। তিনি বলেন, ‘আমি একজন সাধারণ দর্জি। আমার বেতন খুবই কম। তাই, চিন্তু করেন, সেই সময় আমার অনুভূতি কেমন ছিল।’ এই লটারি জেতা আমার এবং পরিবারের ভবিষ্যতকে ব্যাপক বদলে দেবে বলে জানান সবুজ।

- Advertisement -spot_img
সর্বশেষ

জুলাই আন্দোলনে নিহত ১১৪ লাশ উত্তোলনের নির্দেশ

খবরের দেশ ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ১১৪ জনের পরিচয় শনাক্তে লাশ উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার চিফ...