Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের সকল শক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে। সোমবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সমকালকে এ তথ্য জানান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সোমবার সংবাদ সম্মেলনে জানান তারা আমন্ত্রণ পাননি। এ বিষয়ে উপদেষ্টার কাছে জানতে চাইলে তিনি বলেন, বিএনপিকে দলগতভাবে দাওয়াত করা হয়েছে। তাদের কে কে আসবেন সেটা দলটি ঠিক করবে।
তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান আয়োজনে সরকার সকল বড় দলের সঙ্গে যোগাযোগ রাখছে এবং তাদের মতামত নিয়েছে।
এর আগে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমদ জানান, মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে এখনও বিএনপি দাওয়াত পায়নি।
বিএনপি যেকোনো সময় জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত জানিয়ে তিনি বলেন, জুলাই সনদ হাতে পাওয়ার পর ৩০ জুলাই কিছু সংশোধনীসহ জবাব দিয়েছে বিএনপি। সনদ বাস্তবায়নে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করছে।
আজ এক বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টা প্রেস উইং জানায়, প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামীকাল মঙ্গলবার বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।