- Advertisement -
Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্ক :
আজমেরী হক বাঁধন বলেন, ‘গত এক বছরে যে ‘মব কালচার’ গড়ে উঠেছে, তা ভীষণ উদ্বেগজনক। নারীদের সভা-সমাবেশে গালিগালাজ, হেনস্তা, ভাস্কর্য ও মাজার ভাঙচুর— এমনকি ৩২ নম্বর বাড়িতে হামলা পর্যন্ত হয়েছে। যারা সেখানে গিয়েছেন, সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু তাদের বিপদে পড়তে হচ্ছে। অনেক শিল্পীর নামে মিথ্যা হত্যা মামলা হয়েছে।
একজনকে তো গ্রেপ্তারও করা হয়েছিল। এসব ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এগুলো আমাকে গভীরভাবে কষ্ট দিচ্ছে।’
তিনি বলেন, আমার মনে হয়েছিল ড. মুহাম্মদ ইউনূস অন্তত এমন একজন হবেন না, যিনি ক্ষমতা বা টাকার লোভে দেশ চালাতে ব্যর্থ হবেন।
বরং তার নেতৃত্বে গঠিত সরকার ভালো কিছু করার চেষ্টা করবে— এমনটাই প্রত্যাশা করেছিলাম। কিন্তু সে প্রত্যাশা পূরণ হয়নি।
সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
এই অভিনেত্রী বলেন, জুলাই আন্দোলনে আমি রাস্তায় মানুষকে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে দেখেছি এবং যে পরিমাণ সৌহার্দ্য সেখানে ছিল, তা ছিল অভাবনীয়।
সবচেয়ে বড় বিষয় ছিল — এত নারী রাস্তায় অংশ নিয়েছেন অথচ হেনস্তার কোনো ঘটনা ঘটেনি। কারণ আমরা তখন রাস্তায় নিরাপদ বোধ করেছিলাম। এইরকম একটি পরিবেশেই একটি সরকারের পতন ঘটেছে এবং নতুন একটি সরকার গঠিত হয়েছে। কিন্তু গত এক বছরে যা ঘটেছে, তাতে আমি, একজন সাধারণ মানুষ হিসেবে, গভীরভাবে হতাশ। এখন এক ধরণের ‘মব কালচার’ তৈরি হয়েছে — যেখানে নারীদের গালি দেওয়া হয়, সভা-সমাবেশে অপমান করা হয়, ভাস্কর্য ভাঙা হয়, মাজারে হামলা হয়, এমনকি বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়িও ভাঙচুর করা হয়েছে।
উত্তরার নাটক পাড়া, শিল্পকলার মঞ্চগুলো — সব জায়গাতেই সংস্কৃতিচর্চা বাধাগ্রস্ত হচ্ছে, নাটক বন্ধ হয়ে যাচ্ছে।