26.6 C
Dhaka
সোমবার, আগস্ট ৪, ২০২৫

এই সরকারের কাছ থেকে এমন আচরণ, আইনশৃঙ্খলার অবনতি, অন্ধকার সময় প্রত্যাশা করিনি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্ক :
আজমেরী হক বাঁধন বলেন, ‘গত এক বছরে যে ‘মব কালচার’ গড়ে উঠেছে, তা ভীষণ উদ্বেগজনক। নারীদের সভা-সমাবেশে গালিগালাজ, হেনস্তা, ভাস্কর্য ও মাজার ভাঙচুর— এমনকি ৩২ নম্বর বাড়িতে হামলা পর্যন্ত হয়েছে। যারা সেখানে গিয়েছেন, সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু তাদের বিপদে পড়তে হচ্ছে। অনেক শিল্পীর নামে মিথ্যা হত্যা মামলা হয়েছে।
তিনি বলেন, আমার মনে হয়েছিল ড. মুহাম্মদ ইউনূস অন্তত এমন একজন হবেন না, যিনি ক্ষমতা বা টাকার লোভে দেশ চালাতে ব্যর্থ হবেন।
সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
এই অভিনেত্রী বলেন, জুলাই আন্দোলনে আমি রাস্তায় মানুষকে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে দেখেছি এবং যে পরিমাণ সৌহার্দ্য সেখানে ছিল, তা ছিল অভাবনীয়।
তিনি বলেন, এসব ঘটনা আমাকে আশার কোনো আলো দেখাচ্ছে না। বরং মনে হচ্ছে আমরা একটি বিভৎস, ভয়ংকর সময়ের মধ্যে ঢুকে পড়েছি। আমি আগে কখনো এসব দেখিনি, এমন না — কিন্তু এই সরকারের কাছ থেকে এমন আচরণ, এমন আইনশৃঙ্খলার অবনতি, এমন অন্ধকার সময় প্রত্যাশা করিনি।
- Advertisement -spot_img
সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে পাগলা কুকুরের কামড়ে আহত ১০জন, টাকার অভাবে দিতে পারছেন না ভ্যাকসিন

  মো: আলমগীর ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় এক দিনে পাগলা কুকুরের কামড়ে শিশু, বৃদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ঠাকুরগাঁও সদর উপজেলার...