Your Ads Here 100x100 |
---|
মো: আলমগীর ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় এক দিনে পাগলা কুকুরের কামড়ে শিশু, বৃদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া চোংগাখাতা গ্রামের, কলোনিপাড়া ও বারইপাড়া মহল্লায় কুকুরটি সামনে যাকে পেয়েছে, তাকেই কামড়েছে।
স্থানীয়রা জানান,কয়েক দিন থেকে ওই পাগলা কুকুর মানুষকে কামড় দিতে শুরু করে। তাতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েক দিনে ১০ জন কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। গড়েয়া কলোনি পাড়া বাসিন্দা রুমা আক্তার বলেন,গত শনিবার বিকেলে আমার মা, বাড়ির পাশে কাজ করছিলো। তখন একটি পাগলা কুকুর শরীরের বিভিন্ন জায়গায় কামড় দেয়। আমার মাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে যায়। তিনি আরো বলেন যে আমার মা ছাড়াও আমার চাচি সহ কয়েক কে কামড় দিয়েছে।
ওই সময় আর একজন বলেন শুধু কি মানুষকে কামড় দিয়েছে সাথে দুইটা গরুকে কামড়েছে ওই পাগলা কুকুর টা।
রুমা বলেন আমার মা ও চাচিকে, ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে গেলে প্রথম ভ্যাকসিন ফ্রি দিয়েছে, আর বাকি গুলো কিনে আনতে বলছে, একটা ভ্যাকসিন ১ হাজার করে কিনে আনতে হয়। আমাদের কাছে ভ্যাকসিন কেনার মত কোনো টাকা নাই, আজকে গড়েয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে সহ কয়েক জনের কাছে সাহায্যের জন্য আবেদন করি,। ঠাকুরগাঁও সদর হাসপাতালের আবাসিক অফিসার ডা. রকিবুল হাসান বলেন, ‘শুনেছি কুকুরের কামড়ের শিকার কয়েকজন চিকিৎসা নিতে হাসপাতালে এসেছিল। জলাতঙ্ক রোগ প্রতিরোধের ভ্যাকসিন বরাদ্দ থাকে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে যাদের ক্ষত বেশি হয়েছে তাদের কে ভালো মানের ভ্যাকসিন তারা বাহির থেকে কিনে আনছেন।