- Advertisement -
Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্ক :
১৯৯৫ সালে অভিনেত্রী বিপাশা হায়াত তার কাঙ্খিত পাত্রের যোগ্যতার বিবরন দেন এভাবে-
” তার শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাস্টার্স,
তবে সিলেট, নোয়াখালী কিংবা চট্টগ্রামের কোনো পাত্রকে তিনি বিয়ে করতে রাজি নন। আবার যাদের পূর্বপুরুষ পশ্চিমবঙ্গ এ বাস করতেন, এমন কাউকে বিয়ে করবেন না। দেশের বাইরে সেটল এমন কাউকে তিনি পাত্র হিসেবে মানতে নারাজ কারন বিয়ের পর বিপাশা ঢাকায় থাকতে চান।
ডাক্তার কিংবা আর্মি তে চাকরি করে, এমন কাউকে তিনি বিয়ে করবেন না।
উদার মনের ছেলে চাই বিপাশার, মনে প্যাচ থাকলে চলবেনা।
অনেক টাকা পয়সা চান না বিপাশা বরং স্ট্রাগল করে বড় হয়েছে এমন ছেলে পছন্দ বিপাশার।
পাত্রকে অবশ্যই বিপাশার নাটকের সমালোচক হতে হবে।
হিপোক্রেট হলে চলবেনা, কথায় ও কাজে মিল চাই বিপাশার।
একসময় সুন্দর চেহারার পাত্রের
স্বপ্ন ছিল তার। ছেলে শ্যামলা হলে ভাল হয়। লম্বা চুল অপছন্দের। নাক সুন্দর হওয়া চাই। আর পাচ ফুট আট এর বেশি উচ্চতা।
বিয়ের পর অভিনয়ে বাধা দেয়া চলবে না। চাকরি করতে চাইলে দিতে হবে, যৌথ পরিবার নিয়ে থাকা যাবেনা, কারন অনেককে নিয়ে থাকলে সবার মতামতকে গুরুত্ব দিতে হয়, এতে অসুবিধা হতে পারে।”
এই ছিল বিপাশার বক্তব্য।
তবে এতকিছুর পরেও বিপাশা বিয়েকে ভাগ্যের উপর ছেড়ে দিয়েছেন।
১৯৯৯ সালের জুলাইয়ে বিয়ে হয় বিপাশার অভিনেতা তৌকির আহমেদের সাথে এবং দুজনে এখনো সুখে সংসার করে যাচ্ছেন।
সম্প্রতি বিপাশা তার পৌঢ়া ছবি দিয়ে সমাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন।