31.9 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫

জানলে অবাক হবেন যে ‘বয়কট’ আসলে একজন ব্যক্তির নাম !

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
বয়কট বয়কট বয়কট !
আপনি কি জানেন, “বয়কট” (Boycott) শব্দের জন্ম কিভাবে হয়েছিল?
জানলে অবাক হবেন যে বয়কট আসলে একজন ব্যক্তির নাম !
 ১৮৩২ সালে ইংল্যান্ডে জন্ম নেওয়া চার্লস কানিংহাম বয়কট ছিলেন একজন নিষ্ঠুর জমিদার।
 তিনি আয়ারল্যান্ডে চাষিদের থেকে কঠোরভাবে কর আদায় করতেন, অনাদায়ে উচ্ছেদ করতেন।
 অতঃপর অতিষ্ট হয়ে ১৮৮০ সালে, চাষিরা খাজনা কমানোর দাবি তুললে তিনি আরো জোরপূর্বক খাজনা আদায় করতে থাকেন।
 চাষিরা এর প্রতিবাদে এক অভিনব পদ্ধতি গ্রহণ করে!
সব চাষিরা তার সাথে কথা বলা বন্ধ করে দেয়
তার জমিতে যাওয়া আসা করা বন্ধ করে দেয় !
এমনকি তার যে বার্তাবাহক বা চিঠি আদানপ্রদান করতো সে ও তার চিঠি আ দানপ্রদান বন্ধ করে দেয় !
এমতবস্থায় জমির ফসল পেকে নষ্ট হবার উপক্রোম , কিন্তু ফসল কাটার জন্যে কাউকেই পাচ্ছেনা ! তাই অনেক কষ্টে আয়ারল্যান্ডের শহরে খবর দেয়া হয় লোক পাঠানোর জন্যে ! অবশেষে লোক আসে এবং ৩৫০ পাউন্ডের কাজ দশ হাজার পাউন্ডে করাতে হয় ! অবশেষে হয়ে যায় চরম লোকসান ! ইতিমধ্যে সারা ইংল্যান্ড, আয়রল্যান্ডের বয়কটের কর্মকণ্ড এতটাই ছড়িয়ে যায় যে, ইংল্যান্ড ও ইউরোপের সংবাদপত্রে “বয়কট” শব্দটি জনপ্রিয় হয়ে ওঠে। যা এযুগের ভাইরাল হবার মতো !
সে সময় থেকেই কেউ কোনো কিছু প্রত্যাখ্যান করলেই চার্লস কানিংহাম বয়কটের নাম চলে আসে
অবশেষে ১৮৮৮ সালে “Boycott” শব্দটি অক্সফোর্ড ডিকশনারিতে অন্তর্ভুক্ত হয়।
 আজও যেখানে অন্যায় হয়, সেখানে “বয়কট” আন্দোলন চলে!
দর্শক আপনি কি জানতেন এ ইতিহাস সম্পর্কে?
- Advertisement -spot_img
সর্বশেষ

সরকার তখন পেশিশক্তি দিয়ে শিশু, ছাত্র, সাধারণ মানুষের ওপর বর্বর হামলা চালিয়েছে :ইলিয়াস কাঞ্চন

খবরের দেশ ডেস্ক : গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন অভিনেতা, সমাজকর্মী এবং জনতা পার্টি বাংলাদেশের চেয়ারম্যান...