- Advertisement -
Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্ক :
চলতি মৌসুম শেষেই টটেনহ্যাম হটস্পার ছাড়ছেন দলের অধিনায়ক সন হিউং-মিন। ইউরোপা লিগ জয় করে ক্লাবের দীর্ঘ ১৭ বছরের ট্রফি খরা ঘোচানো এ তারকা নতুন মৌসুমে খেলবেন যুক্তরাষ্ট্রের এমএলএস ক্লাব লস অ্যাঞ্জেলস এফসিতে।
দীর্ঘদিন স্পার্সের আক্রমণভাগের প্রধান ভরসা ছিলেন সন। তার শূন্যতা পূরণে বিকল্প খুঁজছে ক্লাবটি।
স্প্যানিশ গণমাধ্যম এএস-এর দাবি, রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগোকে দলে নিতে আগ্রহী টটেনহ্যামের চেয়ারম্যান ড্যানিয়েল লেভি।
কিলিয়ান এমবাপ্পের যোগ দেওয়ার পর রিয়ালের একাদশে নিয়মিত নন রদ্রিগো। কোচ হিসেবে জাবি আলোনসোর অধীনে তার গেম টাইম আরও কমে যেতে পারে বলে ধারণা করা হলেও, এই ট্রান্সফার উইন্ডোতেই রিয়াল ছাড়তে রাজি নন ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।
এদিকে রদ্রিগোর প্রতি নজর রয়েছে লিভারপুলেরও।
নিউক্যাসল ইউনাইটেডের সুইডিশ স্ট্রাইকার আলেকজান্ডার ইসাকের জন্য ১২০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর বিকল্প হিসেবে রদ্রিগোর দিকেই ঝুঁকতে পারে তারা।
তবে রদ্রিগোর জন্য আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার আগে টটেনহ্যাম চাইছে বায়ার্ন মিউনিখের পর্তুগিজ মিডফিল্ডার পলিনিয়াকে দলে টানতে। নতুন কোচ থমাস ফ্র্যাঙ্কের কাছে পলিনিয়া গুরুত্বপূর্ণ সাইনিং হিসেবে বিবেচিত।