27.9 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫

বোরহানউদ্দিন উপজেলায় জুলাই শহীদদের সমাধিতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাজ্ঞাপণ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আবু মাহাজ ,ভোলা প্রতিনিধিঃ

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জুলাই শহীদদের সমাধিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শ্রদ্ধাজ্ঞাপণ করা হয়েছে।
আজ ৫ আগষ্ট সকালে মান্যবর জেলা প্রশাসক মোঃ আজাদ জাহানের নির্দেশনা অনুযায়ী ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ২০২৫ উপলক্ষ্যে বোরহানউদ্দিন উপজেলার ০৭ (সাত) জন শহিদের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান – উজ্জামান , সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান , উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারগণের উপস্থিতিতে এ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ সিদ্দিকুর রহমান এবং পুলিশ সদস্যগণ এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
এসময় শহীদদের সমাধি স্থলে একমিনিট নিরবতা পালন করা সহ আহত ও নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এবং শহীদ পরিবারের খোঁজ খবর নেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান – উজ্জামান।
উল্লেখ্য, বোরহানউদ্দিন উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে
মোট ০৯ (নয়) জন শহিদ হয়েছেন। এর মধ্যে শহিদ দীপ্ত দে-কে মাদারীপুর এবং শহিদ মো: জামাল হোসেন-কে ঢাকা শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছিলো।
পরে, শহীদ ও আহত পরিবারের সদস্যদের নির্ধারিত বাসে উপজেলা প্রশাসনে কর্মরত একজন অফিস সহকারী ও একজন অফিস সহায়কের তত্ত্বাবধানে জেলার মূল প্রোগ্রামে প্রেরণ করা হয়।

আজ বাদ যোহর উপজেলার বিভিন্ন মসজিদে এবং বিভিন্ন ধর্মীয় উপসনালয় গুলোতে প্রার্থণার ব্যবস্থা করা হয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

প্রধান উপদেষ্টা জুলাই মেমোরিয়াল মিউজিয়ামের অগ্রগতি পরিদর্শন করছেন

খবরের দেশ ডেস্ক :  ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আজ মঙ্গলবার গণভবনে নির্মাণাধীন ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ এর নির্মাণ কাজের অগ্রগতি...