27.9 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫

লাইফ ইজ বিউটিফুল, যদি দুনিয়ার প্যারা মাথায় না নিতে চান : আনিস আলমগীর

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
সাংবাদিক আনিস আলমগীর তার ভেরিফাইড ফেসবুকে লিখেছেন-
জুলাই সনদের বিস্তারিত এখনও জানি না, ডক্টর ইউনূসের পাঠ করা ঘোষণার ২৮ দফা টেক্সট পড়লাম। আয়োজন খুব একটা খারাপ হয়নি। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা—যেখানে একসময় জনসাধারণ আড্ডা দিত, যেখানে মৃত এমপিদের রাষ্ট্রীয় জানাজার স্থান—সেই স্থানেই আজ বৃষ্টিস্নাত এক বিকেলে মনোরম মঞ্চে আয়োজনটি হয়েছে।
জনতা ছিল বহু দূরে, রাস্তায়, খাঁচার বাইরে।
ড. ইউনূস সম্ভবত ক্ষমতা হাতে নেওয়ার পর এই প্রথমবার খোলা হাওয়ায়, রাজনীতিবিদদের সঙ্গে দাঁড়িয়ে বক্তৃতা দিলেন।
দাওয়াতি, উৎসুক অনেকেই সেখানে গিয়েছেন, তবে নাহিদ ছাড়া বলিষ্ঠ আলোচিত সমন্বয়কারীরা যাননি।
আমিও যাইনি। তারা কক্সবাজারে হাওয়া খাচ্ছেন, আমি দুপুরে খিচুড়ি মুরগি বেগুন ভাজা খেয়ে শুয়ে শুয়ে সাইয়ারা দেখেছি…
সাইয়ারা, তু তো বদলা নেহি হ্যায়/ মওসুম জরা সা রুঠা হুয়া হ্যায়/ বিতে লমহোঁ সে দুনিয়া বসা লুঁ/ ম্যায় তো তেরে আঁসুও কা বানা হুঁ/
মেরি হাসি মে তেরি সাদায়েঁ।
লাইফ ইজ বিউটিফুল, যদি দুনিয়ার প্যারা মাথায় না নিতে চান।
- Advertisement -spot_img
সর্বশেষ

হাসিনা পালানোর পর প্রথমে ঢুকেছিলাম সংসদ ভবনে : ইব্রাহিম খলিল

খবরের দেশ ডেস্ক : হাসিনা পালানোর পর প্রথমে ঢুকেছিলাম সংসদ ভবনে। সেখানে অনেকক্ষণ থাকার পর তারপর রওনা দিলাম গণভবনের দিকে।...