সাংবাদিক আনিস আলমগীর তার ভেরিফাইড ফেসবুকে লিখেছেন-
জুলাই সনদের বিস্তারিত এখনও জানি না, ডক্টর ইউনূসের পাঠ করা ঘোষণার ২৮ দফা টেক্সট পড়লাম। আয়োজন খুব একটা খারাপ হয়নি। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা—যেখানে একসময় জনসাধারণ আড্ডা দিত, যেখানে মৃত এমপিদের রাষ্ট্রীয় জানাজার স্থান—সেই স্থানেই আজ বৃষ্টিস্নাত এক বিকেলে মনোরম মঞ্চে আয়োজনটি হয়েছে।
জনতা ছিল বহু দূরে, রাস্তায়, খাঁচার বাইরে।
ড. ইউনূস সম্ভবত ক্ষমতা হাতে নেওয়ার পর এই প্রথমবার খোলা হাওয়ায়, রাজনীতিবিদদের সঙ্গে দাঁড়িয়ে বক্তৃতা দিলেন।
দাওয়াতি, উৎসুক অনেকেই সেখানে গিয়েছেন, তবে নাহিদ ছাড়া বলিষ্ঠ আলোচিত সমন্বয়কারীরা যাননি।
আমিও যাইনি। তারা কক্সবাজারে হাওয়া খাচ্ছেন, আমি দুপুরে খিচুড়ি মুরগি বেগুন ভাজা খেয়ে শুয়ে শুয়ে সাইয়ারা দেখেছি…