31.8 C
Dhaka
বুধবার, আগস্ট ৬, ২০২৫

আবু সাঈদ হত্যার অপরাধের মামলায় অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
জুলাই গণঅভ্যুত্থানের সময় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ বুধবার আসামিদের অব্যাহতের আবেদন নাকচ করে এই আদেশ দেন।

এদিকে আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার গ্রেপ্তার থাকা ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তারা হলেন- এএসআই আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। চার্জ গঠনের সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। বাকি ২৪ আসামি রয়েছেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এর আগে গত ৩০ জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের আদেশের জন্য ৬ আগস্ট দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
- Advertisement -spot_img
সর্বশেষ

রোজা, তুমি এবার তাড়াতাড়ি এসো: আনিস আলমগীর

খবরের দেশ ডেস্ক : সম্প্রতি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপপুর ৫ আগস্ট দিবসে মন্তব্য নিয়ে সাংবাদিক আনিস আলমগীর তার ভেরিফাইড ফেসবুকে...