28.2 C
Dhaka
শনিবার, আগস্ট ৯, ২০২৫

আপা আর আসবে না, কাকা আর হাসবে না : চট্টগ্রামের পুলিশ সুপার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্কঃ

আপা আর আসবে না, কাকা আর হাসবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তু। তিনি বলেছেন, ‘শত্রুরা সাইবার যুদ্ধ শুরু করে দিয়েছে, এটা মোকাবেলার জন্য প্রস্তুতি নিতে হবে। জুলাইয়ে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে লড়েছেন। এখন পারস্পরিক ভুল-বোঝাবুঝি থেকে দূরে থাকতে হবে।

আপনারা ঐক্যবদ্ধ থাকলে কেউ আপনাদের পরাজিত করতে পারবে না।’

মঙ্গলবার (৫ আগস্ট) চট্টগ্রাম সার্কিট হাউস চত্বরে আয়োজিত জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তু বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পক্ষে থাকা শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে শত্রুরা আপনাদের পাশাপাশি আমরা যারা বর্তমানে প্রশাসনে আছি, তাদের কাউকে ছাড়বে না।

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

জেলা প্রশাসক ফরিদা সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, সিএমপি কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশসহ সরকারি বিভিন্ন দপ্তর অধিদপ্তরের কর্মকর্তারা।

- Advertisement -spot_img
সর্বশেষ

ইউক্রেনের জনগণ তাদের জমির দখল ছাড়বে না

খবরের দেশ ডেস্ক : ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামী ১৫ আগস্ট আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসার ঘোষণা দিয়েছেন...