Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
আপা আর আসবে না, কাকা আর হাসবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তু। তিনি বলেছেন, ‘শত্রুরা সাইবার যুদ্ধ শুরু করে দিয়েছে, এটা মোকাবেলার জন্য প্রস্তুতি নিতে হবে। জুলাইয়ে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে লড়েছেন। এখন পারস্পরিক ভুল-বোঝাবুঝি থেকে দূরে থাকতে হবে।
আপনারা ঐক্যবদ্ধ থাকলে কেউ আপনাদের পরাজিত করতে পারবে না।’
মঙ্গলবার (৫ আগস্ট) চট্টগ্রাম সার্কিট হাউস চত্বরে আয়োজিত জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তু বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পক্ষে থাকা শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে শত্রুরা আপনাদের পাশাপাশি আমরা যারা বর্তমানে প্রশাসনে আছি, তাদের কাউকে ছাড়বে না।
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।