31.8 C
Dhaka
বুধবার, আগস্ট ৬, ২০২৫

আমার মা ছিলেন সময়ের চেয়ে চিন্তাভাবনায় এগিয়ে থাকা মানুষ : কাজল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
তনুজা সম্পর্কে বলতে গিয়ে তার বড় মেয়ে অভিনেত্রী কাজল বলেন,
” আমার মা ছিলেন সময়ের চেয়ে চিন্তাভাবনায় এগিয়ে থাকা মানুষ। তিনি তার জীবনের অনেক সিদ্ধান্ত নিয়েছেন নিজের সাহসের উপর ভরসা করে। তিনি আমাদের জন্য প্রতিদিন হয়তো নাস্তা বানাতেন না কিন্তু ছুটির দিনে তার হাতে বানানো নাস্তা পেতাম। স্কুলে টিফিন পাঠিয়ে চমকে দিতেন আমাদের। আমাদের বড় হওয়াটা চমৎকার হয়েছে তার জন্যই। অনেক সময় ভাবি মায়ের মতও আমিও সাহসী হয়ে সিদ্ধান্ত নিবো। কিন্তু পারিনা।”
তনুজা শুধু বলিউডে নয়, বাংলা ছবিতেও অনেক ভালো ভালো কাজ করেছেন।
” দেয়া নেয়া, রাজকুমারী, প্রথম কদম ফুল, চৈতালি” ইত্যাদি তার ভাল কাজ।
আবার, ” সোনার পাহাড় ” নামে সিনেমায় তার অভিনয় আবার মুগ্ধ করেছিল দর্শকদের। বিয়ে করেছেন চলচ্চিত্রের মানুষ শশধর মুখারজির ছেলে শমু মুখারজিকে। দুই মেয়ের মধ্যে বড় মেয়ে কাজল বলিউডে সফল হলেও ছোট মেয়ে তানিশা হতে পারেননি। তবুও জীবন নিয়ে যথেষ্ট তৃপ্ত বর্ষীয়ান এই অভিনেত্রী।
- Advertisement -spot_img
সর্বশেষ

রোজা, তুমি এবার তাড়াতাড়ি এসো: আনিস আলমগীর

খবরের দেশ ডেস্ক : সম্প্রতি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপপুর ৫ আগস্ট দিবসে মন্তব্য নিয়ে সাংবাদিক আনিস আলমগীর তার ভেরিফাইড ফেসবুকে...