খবরের দেশ ডেস্ক :
সম্প্রতি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপপুর ৫ আগস্ট দিবসে মন্তব্য নিয়ে সাংবাদিক আনিস আলমগীর তার ভেরিফাইড ফেসবুকে লিখেছেন-
রোজা, তুমি এবার তাড়াতাড়ি এসো…
রোজার মাস পৃথিবীর অনেক দেশের জন্য রহমত আর সংযমের বার্তা নিয়ে আসে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমার কাছে রোজা মনে হয় আজাবের মাস।
ব্যক্তিগতভাবে রোজা আমার জীবনে আনে বাড়তি খরচ, অস্বাভাবিক খাওয়া-দাওয়া, আর মুটিয়ে যাওয়ার আশঙ্কা। আমাদের খাদ্যাভ্যাস এমনই—সেহরি, ইফতার, তারপর আবার রাতের খাবার—সিয়াম সাধনার বদলে যেন উৎসবের প্রতিযোগিতা।
তবুও এবার আমি আল্লাহর কাছে দোয়া করব, হে রোজা, তুমি এবার তাড়াতাড়ি এসো। তোমার আগমনের জন্য অপেক্ষা করছে নির্বাচন—আগামী ফেব্রুয়ারিতে। যত পারো দ্রুত গতিতে তুমি এসে যাও।
এসো, রহমত হয়ে নামো এই বাংলায়।
এই মজলুম জনতাকে মুক্ত করো লোভী, বিদেশি দালাল আর মব-টোকাইয়ের চাঁদার রাজত্ব থেকে। ব্যর্থ শাসন থেকে।
তোমার আগমনে যদি একটু কম খাওয়া যায়, কিছু সত্য কথা বলা যায়, আর কিছু হিসাব চাওয়া যায়—তাহলে সেটাই হবে আমাদের আসল ইবাদত!