32 C
Dhaka
সোমবার, মার্চ ১৭, ২০২৫

দালান ভেঙে ইতিহাস মোছা সম্ভব নয়

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

আগের ঘোষণা অনুযায়ী বুধবার রাতে আওয়ামী লীগের ফেইসবুক পেইজে ভার্চুয়াল এক  বক্তব্য দেন দলটির সভাপতি শেখ হাসিনা।

বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে আওয়ামী লীগের ভূমিকা এবং গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের সময়ে উন্নয়নের ফিরিস্তি তুলে ধরার পাশাপাশি ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের কর্মসূচি নিয়েও তিনি কথা বলেন।

শেখ হাসিনা বলেন, দেশের স্বাধীনতা কয়েকজন বুলডোজার দিয়ে ভেঙে ফেলবে এই শক্তি তাদের হয়নি। তারা একটি দালান ভেঙে ফেলতে পারবে, কিন্তু ইতিহাস মুছতে পারবে না।ইতিহাস কিন্তু প্রতিশোধ নেয়।

শেখ হাসিনার ভাষায়, যারা ওই বাড়িতে ভাঙচুর করছে, তারা ‘হীনমন্যতার পরিচয়’ দিচ্ছে।

ওই বাড়িটাকে কেন এত ভয় পাই কেন তারা ? আমি দেশের মানুষের কাছে আজ বিচার চাই। বলেন আপনারা, আমি কি আপনাদের জন্য কিছুই করিনি।”

সাধারণ ছাত্রছাত্রীদের প্রতি কোনো ‘রাগ বা অভিযোগ নেই  মন্তব্য করে শেখ হাসিনা বলেন, সকলে পড়াশোনাতে মন দেও “কিন্তু যারা এই ধ্বংস করছে, তারা তো খুনি হিসেবে চিহ্নিত হবে।

তিনি বলেন, দেশের মানুষের কাছে আমার জিজ্ঞাসা, যারা ধ্বংসযজ্ঞ চালায়, তারা ফ্যাসিবাদী, না যারা মানুষকে উন্নত জীবন দেয় ত্যারা ফ্যাসিবাদী? এটা দেশের জনগণই বিচার করবে।”

- Advertisement -spot_img
সর্বশেষ

মৌসুমের প্রথম তাপপ্রবাহ: ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি

রাজধানী ঢাকা ও দেশের কয়েকটি জেলার উপর দিয়ে হালকা তাপপ্রবাহ বয়ে চলেছে। এটি মৌসুমের প্রথম তাপপ্রবাহ হওয়ায় দেশের অন্যান্য...