26.5 C
Dhaka
বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫

লাখো তারুণ্যের হৃদয়ে ঝড় তোলা ‘নিটোল পায়ের ঝিমিক’ গানের রিমিক্স করেছি নিউইয়র্কে : ফুয়াদ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
ফুয়াদ আল মুক্তাদির নিয়ে নতুন করে কিছু বলার নেই আসলে। তিনি নিজেকে এতো উচ্চতায় নিয়ে গেছেন যেখানে পৌছাতে গেলে অনেক প্রতিভার দরকার হয়।
১৯৮৮ সালে আট বছর বয়সে তিনি বাংলাদেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে জুনিয়র হাই স্কুলে ভর্তি হন। সেখানে সবসময় গানের সাথে ছিলেন।
অবশেষে ১৯৯৩ সালে জেফিয়ার নামে একটি ব্যান্ড গঠন করেন রিচার্ড মধু, হিমেল, সুমন এবং ফ্রেড এর সাথে। তারা বেশ কিছু ট্র্যাক রেকর্ড করেন এবং ১৯৯৯ সালে ব্যান্ড ছেড়ে দেয়ার আগে তারা নিউ ইয়র্ক অধিবাসীদের বাংলাদেশী সম্প্রদায়ের মধ্যে মায়া ১ এবং ২ অ্যালবাম প্রকাশ করেন।
অবসকিউর ব্যান্ডের কিবোর্ডইস্ট সোহেল আজিজ এর সাহায্য নিয়ে অ্যালবামটির কিছু রিমিক্স এবং মূল গান সহ ১৪ টি ট্রাক প্রকাশ করেন।।তার সঙ্গীত পরিচালনায় প্রকাশ পায় লিটুর শিলহতি, আনিলা নায চৌধুরীর “ঝিলমিল”, আরমিনের “ভ্রমর কোইও”, এবং কিছু রিমিক্স ট্রাক “মন চাইলে মন” ওই অ্যালবাম এর কিছু গান।
ফুয়াদ ভেরিয়েসন নং ২৫ তৈরি করেন ২০০৬ সালে, পরবর্তীতে ২০০৬ সালে আরও দুইটা গান তাতে যুক্ত হয় এবং সিডিটা আবার প্রকাশ পায় ভেরিয়েসন নং ২৫.২ এ একসাথে জি সিরিজ এবং আরশি এর ব্যানারে । ওই অ্যালবাম এর কিছু ট্রাক হল পুনাম এর “নবীনা”, রাজীব এবং ফুয়াদের “নিটোল পায়ে”, এবং বাপ্পা মজুমদারের “কোন আশ্রয়”।
২০০৭ সালে ফুয়াদের বন্ন অ্যালবামটি পুনরায় মুক্তি পায় জি সিরিজ এর ব্যানারে। ওই অ্যালবাম এর কিছু ট্রাক ছিল উপলের “তোর জন্য আমি বন্ন”, ফুয়াদ এবং বিশপের “বন্ন র্যপ”,ফুয়াদ এর “জংলী”, এবং সরাসরি “দ্যা দুষ্ট নাম্বার”, নিটল পায়ে। হিট ফ্যাক্টরি তে “একটাই তুমি আমার”।
এরকম অসংখ্য কালজয়ী গানের সুরকার ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। সংগীতাঙ্গনে পার করে ফেলেছেন এক যুগের ও বেশি সময়
- Advertisement -spot_img
সর্বশেষ

পঙ্গু স্ত্রীকে শহর দেখাতেই ১৮৮৮ সালে রিকশা আবিষ্কার করেন যুক্তরাষ্ট্রের মি. স্কোবি

খবরের দেশ ডেস্ক : পঙ্গু স্ত্রীকে শহর দেখানোর ইচ্ছা থেকেই রিকশার আবিষ্কার রিকশা যদিও প্রথম উদ্ভাবিত হয় জাপানে, তবে এর নকশা...