- Advertisement -
Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্ক :
পরিবারের সাতজনকে হারানো বাহার উদ্দিনের কথা শুনছিলাম৷ উনাকে জিজ্ঞেস করা হলো বাকিদের বের করা গেলো না কেনো৷
উনি যে কথাটা বললেন এটা শুনে দুনিয়ার সবার ভালোবাসা তুচ্ছ মনে হচ্ছে৷ বাহার উদ্দিন বের হওয়ার পর উনার স্ত্রীকে বের হওয়ার জন্যে টানতেছে কিন্তু তিনি নিজ বাচ্চাকে রেখে বের হতে চায়নি৷ উনার ভাবিকে টানতেছে তিনিও তার সন্তান রেখে বের হচ্ছে না৷ উনার মাকে টানতেছে উনার মা ও উনার নানুকে ধরে রাখছে৷
হায়রে মা! হায়রে মমতা! মায়েরা ভাবছে বের হলে একসাথে বের হবো৷ বাচ্চাকে ছাড়া কিভাবে আসি৷ এতোটা স্বার্থপর তো না যে নিজে বেঁচে যাব সন্তানকে রেখে যাব৷ তারা হয়তো বুঝতেও পারে নাই নিজেরা বের হতে না পারলে বাচ্চারাও বের হতে পারবে না৷