25.7 C
Dhaka
শুক্রবার, আগস্ট ৮, ২০২৫

নিঃস্ব বাহার উদ্দিন ওমানে বসে ফেসবুকে লিখেছেন – ‘স্বপ্ন বাড়ি যাবে’

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
পরিবারের সাতজনকে হারানো বাহার উদ্দিনের কথা শুনছিলাম৷ উনাকে জিজ্ঞেস করা হলো বাকিদের বের করা গেলো না কেনো৷
উনি যে কথাটা বললেন এটা শুনে দুনিয়ার সবার ভালোবাসা তুচ্ছ মনে হচ্ছে৷ বাহার উদ্দিন বের হওয়ার পর উনার স্ত্রীকে বের হওয়ার জন্যে টানতেছে কিন্তু তিনি নিজ বাচ্চাকে রেখে বের হতে চায়নি৷ উনার ভাবিকে টানতেছে তিনিও তার সন্তান রেখে বের হচ্ছে না৷ উনার মাকে টানতেছে উনার মা ও উনার নানুকে ধরে রাখছে৷
হায়রে মা! হায়রে মমতা! মায়েরা ভাবছে বের হলে একসাথে বের হবো৷ বাচ্চাকে ছাড়া কিভাবে আসি৷ এতোটা স্বার্থপর তো না যে নিজে বেঁচে যাব সন্তানকে রেখে যাব৷ তারা হয়তো বুঝতেও পারে নাই নিজেরা বের হতে না পারলে বাচ্চারাও বের হতে পারবে না৷
এই পৃথিবীতে নিঃস্বার্থ একজন যোদ্ধা হলেন মা।
- Advertisement -spot_img
সর্বশেষ

‘মাইক্রোবাস যখন খালে তখন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সিরিয়াল ধরে তাদের মোবাইলে ভিডিও করছে’

খবরের দেশ ডেস্ক : পরিবারের ৭জন হারানো এই প্রবাসী ভাইয়ের যেসব অভিযোগ। ১ মাইক্রোবাসটি যখন খালে পড়ে যায়, তখন নৌকার মতো ভাসছিল।...