25.7 C
Dhaka
শুক্রবার, আগস্ট ৮, ২০২৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বছরে ৩০ লাখ ডলারে লবিং ফার্ম নিয়োগ দিয়েছে মিয়ানমার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টায় বছরে ৩০ লাখ ডলারে লবিং ফার্ম নিয়োগ দিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা। ওয়াশিংটনভিত্তিক ডিসিআই গ্রুপকে এ কাজে নিয়োগ দেওয়া হয়েছে। চুক্তির প্রথম কিস্তি হিসেবে ১৫ লাখ ডলার ইতোমধ্যেই ফার্মটিকে পরিশোধ করেছে তারা। যুক্তরাষ্ট্রের বাণিজ্য, মানবিক সহায়তা এবং প্রাকৃতিক সম্পদে সহযোগিতা নিয়ে জান্তার পক্ষে জনমত গঠনের কাজ করবে প্রতিষ্ঠানটি।
এর আগে জান্তা নেতারা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে নতুন আরোপিত শুল্ক কমানোর আবেদন জানালেও তাতে সাড়া দেয়নি ওয়াশিংটন। মিয়ানমারের সব পণ্যের ওপর ৪০ শতাংশ শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। তবে মানবাধিকার সংস্থা ‘জাস্টিস ফর মিয়ানমার’ বলছে, ‘লবিস্ট নিয়োগ করে সেনাবাহিনীর অপরাধ ধামাচাপা দেওয়া যাবে না।’
এদিকে, যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের পরিস্থিতি দেখতে মালয়েশিয়ার নেতৃত্বে আগামী মাসে দেশটিতে যাচ্ছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের একটি প্রতিনিধি দল। গতকাল শুক্রবার মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহামাদ হাসানের বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।
হাসান বলেন, ‘আমি নিজ চোখে পরিস্থিতি দেখে আসিয়ান নেতাদের সামনে তুলে ধরতে চাই।’ আগামী ১৯ সেপ্টেম্বরের ওই সফরে তার সঙ্গে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রীরাও যোগ দেবেন।
২০২১ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে সরিয়ে জান্তা সরকার ক্ষমতা দখলের পর থেকেই দেশটিতে গৃহযুদ্ধ চলছে। সম্প্রতি সেনাপ্রধান মিন অং হ্লাইং জরুরি অবস্থা প্রত্যাহারের পাশাপাশি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন। তবে বিরোধীরা একে ‘ভুয়া নির্বাচন’ আখ্যা দিয়ে বর্জনের ঘোষণা দিয়েছে।
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি জানতে চাই- এই নির্বাচন কতটা অংশগ্রহণমূলক হবে।’ এখনো ৬৩টি শহর বা এলাকা জরুরি অবস্থার আওতায়, যার বেশির ভাগই সংঘাতপূর্ণ এবং প্রতিরোধ যোদ্ধাদের নিয়ন্ত্রণে বলেন তিনি।
ইরাবতী জানায়, এছাড়া রাখাইন ও আয়েয়ারওয়াদি অঞ্চলের সীমান্তে আবারও সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে আরাকান আর্মি (এএ)। কয়েক মাসের বিরতির পর গত সপ্তাহে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ আর্টিলারি ব্যাটালিয়ন ৩৪৪-এ হামলা চালিয়ে আশপাশের কিছু পোস্ট দখল করে নেয় তারা।
- Advertisement -spot_img
সর্বশেষ

‘সংবাদ গুরুত্বপূর্ণ, কিন্তু কোনো সংবাদ জীবন থেকে বেশি গুরুত্বপূর্ণ নয়’ : আনিস আলমগীর

খবরের দেশ ডেস্ক : সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীর বলেছেন, সাংবাদিকতা শুধুই সাহসিকতার পেশা নয়—এটি বিবেচনার, নীতির, এবং পেশাদার জ্ঞানের...