- Advertisement -
Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্ক :
গরমের দিনে ঠান্ডা আইসক্রিম– সত্যিই অনন্য। সেই আইসক্রিম যদি গলে গিয়ে হাত বেয়ে ঝরতে থাকে, তখন সুমিষ্ট এই ডেজার্টের আনন্দটাই মাটি হয়ে যায়।
আইসক্রিমের এই গলে যাওয়ার বিষয়টি এতটাই পরিচিত যে, আমরা ধরেই নিয়েছি আইসক্রিম মানেই কিছুক্ষণের মধ্যে গলে যাবে। কিন্তু একটু বেশি সময় ধরে আইসক্রিমকে আস্ত রাখার কোনো পথ কি নেই? এখন আরও বেশি সময় ধরে আইসক্রিমের গঠন ধরে রাখতে সাহায্য করার মতো এক সমাধানের পথে হাঁটছেন বিজ্ঞানীরা।
কয়েক বছর আগে জাপানি প্রতিষ্ঠান কানাজাওয়া আইস এমন এক ধরনের আইসক্রিম তৈরি করেছে, যা তীব্র গরমেও গলে না। তাদের এই সাফল্যের পেছনে ছিল একটি বিশেষ উপাদান, যার নাম পলিফেনল। এটি এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, যা প্রাকৃতিকভাবেই ফলমূলে পাওয়া যায়। এই পলিফেনল আইসক্রিমের মধ্যে এক বিশেষ গঠন তৈরি করে, যার ফলে তা সহজে গলে না বা চুইয়ে পড়ে না। তবে ‘গলে না যাওয়া’ আইসক্রিম তৈরি করতে আরও এক ধাপ এগিয়ে গিয়েছেন মার্কিন গবেষক ক্যামেরন উইক্স। তিনি গবেষণায় দেখেছেন, ট্যানিক এসিড নামে এক ধরনের পলিফেনল যখন দুধের সঙ্গে নির্দিষ্ট মাত্রায় মেশানো হয়, তখন সেই মিশ্রণ এমনভাবে জমে যায় যে সেটি কেটে ফেলা যায় বা কাপ উল্টিয়ে দিলেও পড়ে না।