32.8 C
Dhaka
শনিবার, আগস্ট ৯, ২০২৫

নিউজিল্যান্ডের সমুদ্রে নামা তিনজন কিশোরীকে হাঙরের মুখ থেকে যেভাবে বাঁচিয়েছে ডলফিন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
২০০৪ সালের অক্টোবরের একদিন নিউজিল্যান্ডের উত্তর উপকূলের হোয়াংগারেই এলাকায় চারজন সাঁতারু সমুদ্রে নামেন। তাদের মধ্যে ছিলেন লাইফগার্ড রব হাউস এবং তিনজন কিশোরী। আবহাওয়া ছিল শান্ত, সমুদ্রও ছিল নিরিবিলি। কিন্তু হঠাৎ গভীর জল থেকে ভেসে ওঠে এক বিশাল সাদা হাঙর, ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। ঠিক তখনই সমুদ্রের ভেতর থেকে এগিয়ে আসে কয়েকটি বটলনোজ ডলফিন। মুহূর্তের মধ্যেই তারা সাঁতারুদের চারপাশে ঘিরে ফেলে।
ডলফিনগুলো এমনভাবে ঘুরতে থাকে, যেন পানির নিচে এক জীবন্ত প্রাচীর তৈরি হয়েছে। হাঙরটি মাত্র কয়েক মিটার দূরে ঘুরঘুর করছিল, কিন্তু ডলফিনের শক্ত বৃত্ত ভেদ করে আসতে পারেনি। প্রায় ৪০ মিনিট ধরে তারা এই সুরক্ষা বজায় রাখে। মাঝে মাঝে ডলফিনগুলো হাঙরের দিকেও ছুটে গিয়ে তাকে দূরে ঠেলে দেয়, আবার ফিরে এসে বৃত্তের ফাঁকা জায়গা বন্ধ করে দেয়।
পরে রব হাউস বলেন, এত কাছে থেকে হাঙর দেখা ছিল ভয়ের, কিন্তু ডলফিনের দলটি যেন ইচ্ছে করেই তাদের বাঁচাতে এসেছিল। সামুদ্রিক জীববিজ্ঞানীরা বলেন, ডলফিনেরা সাধারণত নিজেদের সন্তান ও দলের সুরক্ষায় এভাবে আচরণ করে, কিন্তু অনেক সময় তারা মানুষের প্রতিও একই রকম প্রতিরক্ষামূলক আচরণ দেখায়।
শেষ পর্যন্ত হাঙরটি এলাকা ছেড়ে চলে গেলে ডলফিনেরাও ধীরে ধীরে সরে যায়। সাঁতারুরা নিরাপদে তীরে ফিরে আসেন। এই ঘটনাটি আজও প্রমাণ হিসেবে বলা হয়—সমুদ্রের প্রাণীরাও কখনো কখনো মানুষের সবচেয়ে বিশ্বস্ত রক্ষক হয়ে উঠতে পারে।
- Advertisement -spot_img
সর্বশেষ

রাজশাহীতে দেশ কোল্ডস্টোরেজে ডাকাতি

  মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি রাজশাহীতে দেশ কোল্ডস্টোরেজে ডাকাতি হয়েছেন। রাজশাহীর মোহনপুর উপজেলার দেশ কোল্ড স্টোরে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার...