কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
“আমার সোনার বাংলায়,ক মাদক ব্যবসায়ীর ঠাঁই নাই — চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে”—এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হলো মাদকবিরোধী মানববন্ধন।
শুক্রবার (৮ আগস্ট) বিকাল ৫ টায় স্বল্প মারিয়া মোড়, বত্রিশ এলাকায় স্থানীয় সচেতন যুবসমাজ ও গ্রামবাসীর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে ৮নং মারিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন মাসুম এর সভাপতিত্বে ও এনামুল হাসান রোমান এর পরিচালনায় বক্তব্য রাখেন, হুমায়ূন কবির, কালরুল ইসলাম, শফিউল আলম অপু, আমজাদ হোসেন রাসেল, আব্দুল আউয়াল বাবুল বাবুল, খালেদ হাসান জুম্মন, হাফেজ কামরুল ইসলাম, মো. জসিম মেম্বার, মো. হযরত আলী অভি, মো. ওবায়দুল্লাহ ওবায়েদ, কিশোরগঞ্জ মডেল থানার এসআই সাদেক হোসেন ও এস আই জাফর সহ
বিভিন্ন শ্রেণি-পেশার যুবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধনে এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন এবং মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানান। তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার, সমাজ ও জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। ধর্ষণ, খুন, চুরি, ছিনতাই, বিয়েবিচ্ছেদসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হলো মাদক।
বক্তারা বলেন, পাড়া-মহল্লায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ডের পেছনেও রয়েছে মাদকের সরাসরি প্রভাব। এখনই প্রতিরোধ গড়ে না তুললে ভবিষ্যৎ প্রজন্ম চরম বিপদের মুখোমুখি হবে।
তারা আরও বলেন, নিজ নিজ গ্রাম থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলেই একদিন মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে।
অনুষ্ঠান শেষে সকলে নিজ নিজ গ্রাম থেকে মাদক ব্যবসা ও সেবন রোধে সচেতন ও প্রতিজ্ঞাবদ্ধ থাকার শপথ গ্রহণ করেন। মানববন্ধনে গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।