ভোলা জেলার স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এর কেন্দ্রীয় কমিটির নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে ভোলা জেলা শিল্পকলা একাডেমীর হলরুমে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মিজানুর রহমান মাসুদের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ মুনতাসির আলম চৌধুরী রবিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।
এ সময় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান , যুগ্ম সম্পাদক কাজী মোখতার হুসাইন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল, যুগ্ম সম্পাদক গোলাম মোর্শেদ রাসেল, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, সহ- দপ্তর সম্পাদক ওসমান গনি, সদস্য রাকিবুল হাসান চৌধুরী সহ আরো অনেকে।