বিভিন্ন সংবাদ মাধ্যমের ভিডিও ফুটেজে একটু ভালো করে খেয়াল করে দেইখেন গাজীপুরে সাংবাদিক হত্যাকারীদের বডি ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশন অ্যাটিটিউড।
রাষ্ট্রের আইন শৃঙ্খলা বিচার ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিভাবে কটকট করে তাকিয়ে আছে, তারা জানে তাদের রাজনৈতিক গডফাদাররা ক্ষমতার পালাবদলে তাদেরকে টাকা পয়সা খরচ করে বের করে নিয়ে আসবে, তাদের ভেতর বিন্দু পরিমাণ অপরাধবোধ অথবা ভয়ের অস্তিত্ব নেই, খুব অচিরেই হয়তোবা নির্বাচনী রাজনৈতিক মিছিল টেন্ডার চাঁদাবাজি অথবা গার্মেন্টস ভাঙচুরে তাদের প্রয়োজন হবে গডফাদারদের, এই রাজনৈতিক প্র্যাকটিস পরিবর্তন না হলে এবং সামাজিকভাবে তারা পরিত্যাজ্য না হলে, মব কালচারে প্রভাবিত বিচার ব্যবস্থা দিয়ে সোনার বাংলা গড়া যাবে না।
জনৈক্য রাজনৈতিক নেতা তার কর্মীদের উদ্বুদ্ধ করছেন ভোটের আগে একদিন জনগণের পায়ে ধরার জন্য এবং পরবর্তী পাঁচ বছর তার পায়ে পড়ে থাকবে জনগণ, আমরা বুকে বুক মিলিয়ে দেশ গড়তে চাই হাত-পা ধরাধরি বাদ দেন ভাই, রাজনীতি আপনারাই করবেন আমরা শুধু একটু শান্তি চাই, চাঁদাবাজ দুর্নীতিমুক্ত নিয়ম-নীতির সুন্দর বাংলাদেশ চাই, আল্লাহ এ তুমি কোথায় পাঠাইলা আমাদেরকে?