28.7 C
Dhaka
রবিবার, আগস্ট ১০, ২০২৫

আগামীকাল যেভাবে পাবেন এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আগামীকাল রবিবার প্রকাশ করা হবে।
শনিবার (৯ আগস্ট) আন্ত শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য জানান।
তিনি বলেন, ফল প্রকাশের ৩০ দিনের মধ্যেই পুনর্নিরীক্ষণ শেষ করার নিয়ম রয়েছে। সেটা মেনেই আগামীকাল ররিবার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে।
অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, ‘শিক্ষার্থীরা যে মোবাইল ফোন নম্বর দিয়ে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছিল সে নম্বরে এসএমএসে পরিবর্তিত ফল জানানো হবে। এ ছাড়া শিক্ষা বোর্ডগুলো নিজ নিজ ওয়েবসাইটেও খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করবে।’

ঢাকা বোর্ডের ৯২ হাজারের বেশি শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছে জানিয়ে তিনি বলেন, অন্য বোর্ডগুলোর আবেদনের হিসাব আমাদের কাছে নেই।

এসএসসি ও সমমান পরীক্ষার ফল গত ১০ জুলাই প্রকাশ করা হয়।

ফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীদের প্রতিবারের মতো এবারও খাতা চ্যালেঞ্জ বা ফল পুনর্নিরীক্ষার আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। খাতা পুনর্নিরীক্ষণের জন্য এসএমএসের মাধ্যমে ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত আবেদন করেছে পরীক্ষার্থীরা। আবেদনের পদ্ধতি শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও টেলিটকের মাধ্যমে জানানো হয়েছে।

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট ৬ লাখ ৬৬০ শিক্ষার্থী ফেল করেছে।

এর মধ্যে ছাত্র ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন এবং ছাত্রী ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন।
- Advertisement -spot_img
সর্বশেষ

খালা ও ডক্টর ইউনূসের দ্বন্দ্বে বলির শিকার আমি

খবরের দেশ ডেস্ক : বাংলাদেশে দুর্নীতি মামলায় অভিযুক্ত হওয়ার পর নিজেকে ‘বলির পাঁঠা’ বলে অভিযোগ করেছেন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য...