34 C
Dhaka
সোমবার, মার্চ ১৭, ২০২৫

হাসিনাকে থামান, দিল্লিকে ঢাকা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

ভারতে পালাতক শেখ হাসিনার অব্যাহত উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার পবন বাধেকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে এক নোটে বলা হয়েছে, আপনারা শেখ হাসিনাকে থামান। তিনি অব্যাহতভাবে মিথ্যা ও উসকানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন।

অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, “ভারতকে আমরা লিখিতভাবে অনুরোধ করেছি শেখ হাসিনাকে সংযত করার জন্য, যেন উনি এ ধরনের বক্তব্য না দেন; যেটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে। আমরা এটার কোনো জবাব পাইনি এখনও। গত কয়েকদিনের কার্যকলাপের কারণে আজ আরেকবার তাদের প্রতিবাদ নোট দিয়েছি”, বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মুহাম্মদ তৌহিদ হোসেন। 

- Advertisement -spot_img
সর্বশেষ

১২৭ পুলিশ কর্মকর্তার সঙ্গে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য পুলিশের বিভিন্ন পর্যায়ের ১২৭ কর্মকর্তার সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ...