- Advertisement -
Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্ক :
ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামী ১৫ আগস্ট আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নিজেই সামাজিক মাধ্যমে এই ঘোষণা দিয়েছেন। পরে ক্রেমলিন থেকেও তা নিশ্চিত করা হয়েছে। সেই বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উপস্থিত থাকবেন কিনা, তা জানা যায়নি। যুদ্ধ বন্ধে ইউক্রেনকে কিছু অঞ্চল ছেড়ে দিতে হতে পারে বলে ট্রাম্প ইঙ্গিত দিলেও তা খারিজ করে দিয়েছেন জেলেনস্কি। তাঁর ভাষ্য, ইউক্রেনের জনগণ তাদের জমি দখলদারদের উপহার দেবে না।
বিবিসি জানিয়েছে, ১৫ আগস্ট দুই নেতার বৈঠকের বিষয়টি প্রথমে ট্রাম্প নিজেই সামাজিক মাধ্যমে জানান। পরে ক্রেমলিনের এক মুখপাত্রও সেই তথ্য নিশ্চিত করেন। তুলনামূলকভাবে রাশিয়ার কাছাকাছি হওয়ায় দুই নেতার বৈঠকের স্থান হিসেবে যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্য আলাস্কা ‘বেশ যৌক্তিক’ মন্তব্য করেন ক্রেমলিনের ওই মুখপাত্র।
২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধ বন্ধে ইউক্রেনকে তার কিছু ভূখণ্ড ছাড়তে হতে পারে– এমন ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এর কয়েক ঘণ্টা পরই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ নেতার বৈঠকের স্থান ও তারিখ জানা যায়।