32.9 C
Dhaka
রবিবার, আগস্ট ১০, ২০২৫

জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা ভেঙে গেছে: পার্থ শেখ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

বিনোদন ডেস্কঃ

পার্থ শেখ। মডেল ও অভিনেতা। নাটক-ওয়েব কনটেন্ট দুই মাধ্যমেই অভিনয় করছেন তিনি। মিউজিক ভিডিও নির্মাণে দেখিয়েছেন মুনশিয়ানা। সম্প্রতি অনলাইনে প্রকাশ হয়েছে তাঁর অভিনীত নাটক ‘অনুতপ্ত’। নতুন নাটক ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে

‘অনুতপ্ত’ নাটকটি নিয়ে কেমন সাড়া পাচ্ছেন?

বেশ ভালো। নাটকটি যারা দেখেছেন তারা ভালোলাগার কথা জানিয়েছেন। ভালো কিছু একটা হওয়ার সুযোগ আছে কাজটি করে–এরকম অনুভূতি হয়েছিল। সবকিছু মিলিয়ে আশাবাদী ছিলাম। দর্শকের এত সাড়া পাবো ভাবিনি। সামাজিক মাধ্যমেও অনেক সাড়া মিলেছে। এটি একটি রিয়ালাইজেশনের গল্প। অডিয়েন্সের কাছে কৃতজ্ঞ তারা ব্যাপারটি রিলেট করতে পেরেছেন। বিশেষ করে ‘আমিও তোমার জন্য কিছু করতে চাই, তুমি একা কেন করবে বাবা’ এ সংলাপটি অনেকেরই ভালো লেগেছে।

নাটকটি দর্শক কেন দেখছে বলেন মনে হয়? 

আমার মনে হয় বাবা-ছেলের অংশগুলোতে দর্শক নিজেদের বেশি যুক্ত করতে পেরেছেন। এ সম্পর্কটিতে দায়িত্ববোধের একটি জায়গা থাকে। উভয়েরই পরিবারের প্রতি থাকে দায়িত্ব। সবকিছু মিলিয়ে এই জায়গাগুলোতে দর্শক খুব ভালোভাবে যুক্ত হতে পারছেন। দিন শেষে দর্শক নাটকে জীবনের গল্প দেখতে চান। সেটি তারা এ নাটকের মাধ্যমে পেয়েছেন বলে মনে করি।

শুনেছি, নাটকটির সঙ্গে আপনার বাস্তব জীবনের মিল রয়েছে?

হ্যাঁ, এ চরিত্রের সঙ্গে আমার জীবনের মিল রয়েছে। যে কারণে কাজটি অনেক সহজ হয়েছে। আমি যখন বাবা ইন্তেখাব দিনারের সঙ্গে সিন করছিলাম তখন নিজের জীবন নিয়ে অনেক ভাবনা হয়েছে। একটি সময় আমি পরিবারের প্রতি দায়িত্ববান ছিলাম না। পরে বুঝেছি পরিবারে প্রতি আমার দায়িত্ব। দিনশেষে সব বাবা-মাই সন্তানকে কোনো শর্ত ছাড়াই বেশি ভালোবাসে। তাকে আগলে রাখার চেষ্টা করে। নাটকে কাজ করতে গিয়ে আমার জীবনে পুরোনো স্মৃতি বারবারই মনে পড়ছিল।

মালাইকার সঙ্গে অভিন করে কেমন লেগেছে? 

তরুণ অভিনেত্রী মালাইকা চৌধুরীর সঙ্গে এটি আমার প্রথম কাজ। তাঁর সঙ্গে কাজ করে ভালো লেগেছে। শুরু থেকেই কেউ অভিনেতা হয়ে জন্মায় না। মালাইকা চেষ্টা করছেন। সবেমাত্র শুরু করেছেন। তিনি অনেক ভালো অভিনেত্রী হবেন। তাঁর মধ্যে সে চেষ্টা আছে। যার মধ্যে চেষ্টা থাকবে সে ভালো করবেই। অনেকে আবারও এই জুটির কাজ দেখার অপেক্ষায় আছেন।

অভিনেতা না হলে কী হতেন?

ক্রিকেটার হতাম। শোবিজের কাজ করার আগে ক্রিকেটই ছিল আমার প্রথম ভালোবাসা। বয়সভিত্তিক ক্রিকেটে ঢাকা মেট্রো অনূর্ধ্ব ১৬ ও ১৯ দলে খেলেছি। স্বপ্ন ছিল একদিন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে খেলার। একটি ইনজুরিতে জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ভেঙে গেছে। ২০১৫ সালে ক্রিকেট ক্যারিয়ারের ইতি ঘটেছে। এখনও সেই দুঃস্বপ্ন আমাকে তাড়া করে বেড়ায়। তবে ভেঙে পড়িনি, নতুন স্বপ্ন বুনেছি। এখন আমার ধ্যান-জ্ঞান শুধুই অভিনয়। ক্রিকেটার হওয়ার স্বপ্নটা না ভাঙলে হয়তো নতুন স্বপ্নের পথে হাঁটতে পারতাম না।

আইশা খানের সঙ্গে বেশি বেশি অভিনয় করছেন। পার্থ-আইশা কী জুটি হতে চলেছে?

বিষয়টি সেরকম নয়। দর্শকের পছন্দের কারণেই আমার সঙ্গে আইশাকে নিয়ে নির্মাতারা বেশি কাজ করছেন। তাঁর সঙ্গে অভিনয় করতে গিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে। আগামীতে এই জুটির আরও ভালো কিছু কাজ হবে।

সিনেমায় অভিনয় নিয়ে কিছু ভাবছেন?

নাটকে অভিনয় নিয়েই বেশি ব্যস্ত। এ কারণে আপাতত সিনেমা নিয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে না। ভালো গল্পের স্ক্রিপ্ট ও চরিত্র পেলে অবশ্যই সিনেমায় আমাকে দেখা যাবে।

অভিনয়ের পাশাপাশি নির্মাণও করছেন। সেখানে একটু আপনি অনিয়মিত…

অভিনয়ে চেয়ে নির্মাণ অনেক সময়সাপেক্ষ ব্যাপার। পরিচালনা ভেবেচিন্তে করতে হয়। তাছাড়া অভিনয় নিয়ে এখন ব্যস্ত। যখন মনে হবে আমি সময় নিয়ে কাজটি করতে পারব, তখনই নির্দেশনা দিতে চাই।

রোমান্টিক গল্পের বাইরে কাজের আগ্রহ কেমন?

শুধু রোমান্টিক নয়,সব ধরনের গল্পেই কাজই করতে চাই। একজন অভিনেতার জন্য ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করা খুবই গুরুত্বপূর্ন বলে মনে করি। নানা চরিত্রে কাজ করলে অভিনয়ের সুযোগ বাড়ে। একঘেয়েমি রোমান্টিক গল্পের কাজ করে সেই সুযোগ হারাতে চাই না। ইদানিং নতুন ধরনের ধরনের গল্প খুঁজছি। নির্মাতারাও  আমার কাছে সে ধরনের গল্প নিয়ে আসছেন। আশা করছি সামনে ভিন্নধর্মী কিছু কাজে দর্শক আমাকে দেখতে পাবেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

মঙ্গলবার পুত্রযায়ায় মালেশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

খবরের দেশ ডেস্ক প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে ৫টির মতো সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। আজ রবিবার...