Your Ads Here 100x100 |
---|
আবু মাহাজ, ভোলা
ভোলার বোরহানউদ্দিনে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ সিগারেট মজুদ ও বাজারজাত করার অভিযোগে তিনজনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ। শনিবার (৯ আগস্ট ২০২৫) সকালে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসানের উপস্থিতিতে বোরহানউদ্দিনে এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদরস্থ মহাজনপট্টি, সার্কুলার রোড এবং বোরহানউদ্দিন বাজারসংলগ্ন ব্রিজ এলাকায় দুইটি পৃথক অভিযান চালিয়ে কল্যাণী ডিস্ট্রিবিউশনের মাধ্যমে বাজারজাতকৃত শামস এন্টারপ্রাইজের শুল্ক ফাঁকি দেওয়া জাল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের মধ্যে রয়েছে— ব্ল্যাক কিং ১১,৩২০ শলাকা, ওসাকা ৮,৮৮০ শলাকা, টি-২০ ব্র্যান্ডের ৪,৪৬০ শলাকা এবং ৫০/৫০ ব্র্যান্ডের ১,৩৯,৬১০ শলাকা। এসবের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ৩১ হাজার ৮০০ টাকা।
পরে আটককৃতদের সিগারেটসহ থানায় সোপর্দ করা হয়। নৌবাহিনীর এ অভিযানে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।
নৌবাহিনী জানিয়েছে, সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তার পাশাপাশি সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।