28.8 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫

যে আমার জীবনসঙ্গী হলো- তাকে চেয়েছিলাম, নাও পেতে পারি ভেবে নিয়ে: আফজাল হোসেন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
জীবনে একশো রকম চাওয়া কী থাকতেই হয়? না। অতি সামান্য দু একটা চাওয়াতেও অসামান্য জীবন কাটানো যায়।
আমার জীবন হবে আমারই মতো। সাধারণ ঘরে জন্মে টগবগে এবং লাস্যময় একটা জীবন হাসিলের জন্য যে যা খুশী নির্দ্বিধায় করতে পারুক- আমার বোকাসোকা জীবন যাপনই পছন্দ। সময়ের ফাঁদে পা না দিয়ে, আমার চাওয়া অনুযায়ী একটা জীবন যাপন করার ইচ্ছা- এটা খুবই সাদামাটা একটা চাওয়া।
যেসব সুন্দরের প্রতি আমার আকর্ষণ- আমি যেনো সেসবেরই লতায় পাতায় লতিয়ে থাকতে পারি। ভালো কিছু, আলাদা কিছু সৃজনের মোহে পড়ে থেকেই যেনো জীবনটা কেটে যায়। এটি অল্প, নাকি বেশী চাওয়া- ভাবা হয়নি কখনো।
যে আমার জীবনসঙ্গী হলো- তাকে চেয়েছিলাম, নাও পেতে পারি ভেবে নিয়ে। বলেছিলাম, এ চাওয়ায় তার হৃদয়ে যদি মৃদু কম্পন না জেগে ওঠে, যদি তার “না” শুনতে হয়- তাতে প্রত্যাখ্যানবোধ হবে না। আমি হৃষ্টচিত্তে আমার চাওয়া ফিরিয়ে নিতে পারি।
দিন ও রাত্রির মতো, সুরে বেসুরে, তালে ও বেতালে চৌত্রিশ বছর ধরে আমি সর্ব ইচ্ছায় তার “হ্যাঁ” উপভোগ করে চলেছি।
আমাদের বড় ছেলের বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ হয়ে গেলে একদিন জিজ্ঞাসা করি, কী করতে চাস ভেবে দেখেছিস?
সে হাসে- তুমি কী জানতে চাচ্ছো, রোজগারের জন্য ভাবনা কী? না, আমি তেমন কিছুই ভাবছি না। তোমাকে যেমন দেখতে দেখতে বড় হয়েছি- তাতে সাহসবোধ করি। অর্থ রোজগারের পিছনে দৌঁড় ঝাঁপ নয়, লেখালেখি করে জীবন কাটাতে চাই বাবা। অন্যকিছুর প্রতি মনোযোগ লেখার আগ্রহকে বদলে দিতে পারে- তা চাই না আমি।
ওর মা হাসে। সে হাসি আনন্দমিশ্রিত, গৌরবের।
একদিন পুত্র আমাদেরকে জানায়, সে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। এবারও তার মা হাসে। বলে, আমি তোমাকে অনেক আগেই বলেছি, কাউকে ভালোবেসে যদি বিয়ের সিদ্ধান্ত নাও, জানতে চাইবো না কাকে চাও, কেমন সে? মানুষটা কোন ভাষার বা কোন ধর্মের- তা নিয়েও কৌতুহল জাগবে না মনে।
আমার দিকে ফেরে পুত্র- বাবা, তুমি কিছু বলছো না।
বলি, সৃজনশীলতার মধ্যে জীবন যাপন করার ইচ্ছা- আমিও চেয়েছি এবং কাটাতেও পারছি সে জীবন। তা সহজ এবং সম্ভব হয়েছে তোর মায়ের জন্য। এরকম জীবনের জন্য একজন ধৈর্য্যশীল সঙ্গী, আশ্রয় প্রশ্রয় দেয়া মানুষকে পেতে হয়।
যার সঙ্গে জীবন কাটাতে চাস- আমাদের চেয়ে তাকে আগে জানানো জরুরি, কেমন জীবন কাটানোর জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছিস! তারই সব জানা দরকার, কারণ- বাবা মা নয়, সঙ্গীকেই থাকতে হয় পাশে।
হাসে পুত্র। আমি কেনো ফিল্ম মেকিং নিয়ে পড়েছি, সিফানা তা জানে বাবা। ক্রিয়েটিভ রাইটিং নিয়ে পড়ার বিষয়ে সে ই আমাকে উৎসাহিত করেছে।
শুনে সেদিন আমার মনে হয়েছিলো, এ পাওয়া এক জীবনের নয়, দুটো জীবনের। এমন সৌভাগ্য কতজনের হয়?
আজ আমাদের একত্রে জীবন কাটানোর চৌত্রিশ বছর পূর্ণ হলো। চেয়ে, বুদ্ধি খরচ করে জীবনে বহুকিছু মিলতে পারে, সম্পূর্ণতার অনুভব নিয়ে একটা জীবন কাটাবো- এরকমটা কী চাইলেই মেলে?
শুভ বিবাহবার্ষিকী তাজীন হালিম, প্রিয় মনা।
- Advertisement -spot_img
সর্বশেষ

আজিয়াটাকে বাংলাদেশে ৫জি সেবা চালু করতে এবং ডেটা সেন্টারে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার

খবরের দেশ ডেস্ক : মালয়েশিয়ার শীর্ষস্থানীয় টেলিকম কম্পানি আজিয়াটাকে বাংলাদেশে ৫জি সেবা চালু করতে এবং ডেটা সেন্টারে বিনিয়োগ বাড়ানোর আহ্বান...