- Advertisement -
Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্ক :
মুক্তির দিন থেকেই বক্স অফিসে হিট। ভারতে প্রেমের গল্পের সিনেমা ‘সাইয়ারা’ দেখে অনেক তরুণ-তরুণীর কান্নাকাটির দৃশ্যও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। প্রেক্ষাগৃহে কেউ কেউ বুক চাপড়েও নিজের অনুভূতি প্রকাশ করেন। কিন্তু বলিউডে শত শত প্রেমকেন্দ্রিক সিনেমার ভিড়ে ‘সাইয়ারা’ কেন এত আলোড়ন তুলল? বিশেষ করে জেন-জি দর্শকের মাঝে। আর গল্পেই বা ভিন্নতা কী আছে?
মোহিত সুরি পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন নবাগত আহান পাণ্ডে ও আনিত পাড্ডা। মুক্তি পায় গত ১৮ জুলাই। প্রথম দিন থেকেই সাইয়ারা দর্শকদের নজর কাড়ে। হৃদয়ছোঁয়া গান, আবেগঘন মুহূর্ত ও আহান-আনিত জুটির রসায়নে ভরপুর এই সিনেমা বিশাল সংখ্যক দর্শককে হলে টেনেছে। মুক্তির ২১তম দিন পর্যন্ত সিনেমাটি ভারতে আয় করেছে প্রায় ৩০৬ কোটি রুপি। বিশ্বব্যাপী বক্স অফিসে ইতোমধ্যে ৫০০ কোটি রুপির মাইলফলক অতিক্রম করেছে।
কী আছে গল্পে