খবরের দেশ ডেস্ক :
মেয়ের বিয়ের আমন্ত্রণ রক্ষা করায় কথাশিল্পী সুনীল গঙ্গোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়ে লেখা হুমায়ূন আহমেদের চিঠি তে লিখেছিলেন।
জনাব সুনীল গঙ্গোপাধ্যায়
শ্রদ্ধাস্পদেষু সুনীলদা,
মাজহারের কাছে শুনেছি, আপনি আমার বড় মেয়ের বিয়েতে আসতে রাজি হয়েছেন। নিজে এসে আপনাকে এবং স্বাতীদিকে নিমন্ত্রণ করা উচিত ছিল। শরীরটা বেশ ভাল না, এবং “দুই দুয়ারী” নামের যে ছবিটি বানাচ্ছি তা নিয়ে অসম্ভব ব্যস্ত। চিঠি দিয়ে দাওয়াত করছি। এই অপরাধ ক্ষমা করে দেবেন। বিয়ের আসরে আমার মেয়ে আপনাদের দু’জনকে দেখে খুশিতে ঝলমল করে উঠবে এই দৃশ্য কল্পনায় দেখতে পাচ্ছি। এবং আনন্দে আমার চোখ ভিজে যাচ্ছে।
স্নেহের,
হুমায়ূন আহমেদ