30 C
Dhaka
রবিবার, আগস্ট ১০, ২০২৫

নৌকা ডুবে নিখোঁজ বিজিবি সদস্যের সন্ধান মেলেনি ২২ ঘণ্টায়ও

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :

সিলেটের গোয়াইনঘাট সীমান্তের ইছামতি নদীতে ভারতীয় চোরাচালান পণ্য ও চোরাকারবারিদের ধরতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজ বিজিবি সদস্যের সন্ধান মেলেনি ২২ ঘণ্টায়ও। ঘটনার পর থেকে আজ রোববার বিকেল ৩টা পর্যন্ত ডুবুরি দল অভিযান করেও তার খোঁজ পায়নি বলে জানিয়েছে বিজিবি।

এর আগে গতকাল শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আহারকান্দি আমবাড়ি এলাকার ওই নদীতে নৌকা ডুবে নিখোঁজ হন বিজিবি সদস্য মাসুম বিল্লাহ। তিনি ছিলেন সোনারহাট ক্যাম্পে কর্মরত সৈনিক।

জানা যায়, গতকাল শনিবার বিকেল ৫টার দিকে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) সোনারহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় টহলদল ভারতীয় সুপারি বহনকারী চোরাকারবারিদের একটি নৌকাকে চ্যালেঞ্জ করে। ওই সময় নৌকাটি বিজিবি সদস্যদের বহনকারী নৌকাকে ধাক্কা দেয়। এতে দু’জন বিজিবি সদস্য ইছামতি নদীতে পরে যান। এর মধ্যে একজন সাঁতার কেটে তীরে উঠতে পারলেও অপরজন সিপাহি মো. মাসুম বিল্লাহ পানিতে তলিয়ে যান। স্থানীয় জনসাধারণ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দলের সহায়তায় উদ্ধার অভিযান শুরু হয়।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানিয়েছেন, গোয়াইনঘাটে ভারতীয় চোরাই পণ্য ও চোরাকারবারিদের ধরতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজের ২২ ঘন্টায়ও খোঁজ মেলেনি বিজিবি সদস্যের। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

জয়ে সিরিজে ১-১ ব্যবধানে ফিরে এসেছে বাংলাদেশ

খবরের দেশ ডেস্ক : বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই দুর্দান্ত পাঁচ উইকেট শিকার এবং কুশল মেন্ডিসের তাণ্ডব ও...