Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্ক :
সিলেটের গোয়াইনঘাট সীমান্তের ইছামতি নদীতে ভারতীয় চোরাচালান পণ্য ও চোরাকারবারিদের ধরতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজ বিজিবি সদস্যের সন্ধান মেলেনি ২২ ঘণ্টায়ও। ঘটনার পর থেকে আজ রোববার বিকেল ৩টা পর্যন্ত ডুবুরি দল অভিযান করেও তার খোঁজ পায়নি বলে জানিয়েছে বিজিবি।
এর আগে গতকাল শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আহারকান্দি আমবাড়ি এলাকার ওই নদীতে নৌকা ডুবে নিখোঁজ হন বিজিবি সদস্য মাসুম বিল্লাহ। তিনি ছিলেন সোনারহাট ক্যাম্পে কর্মরত সৈনিক।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানিয়েছেন, গোয়াইনঘাটে ভারতীয় চোরাই পণ্য ও চোরাকারবারিদের ধরতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজের ২২ ঘন্টায়ও খোঁজ মেলেনি বিজিবি সদস্যের। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।