26.4 C
Dhaka
বুধবার, আগস্ট ১৩, ২০২৫

তাইওয়ানের কাছাকাছি চীনা কোস্টগার্ডের তিনটি জাহাজ দেখা গেছে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্ক:
তাইওয়ানের কাছাকাছি উত্তর ফিলিপাইনের দূরবর্তী দ্বীপপুঞ্জ এলাকায় চীনা কোস্টগার্ডের তিনটি জাহাজ দেখা গেছে। স্থানীয় সময় শুক্রবার ফিলিপাইনের কোস্টগার্ড এ তথ্য জানিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, জাহাজগুলো প্রথম দেখা যায় বৃহস্পতিবার। এর ঠিক এক দিন পর ইউটিউবে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোসের একটি ভিডিও প্রকাশিত হয়। যেখানে তিনি বলেন, চীন যদি তাইওয়ানে আক্রমণ চালায়, তবে ফিলিপাইনও এই সংঘর্ষে জড়িয়ে যেতে পারে।
মার্কোসের এই মন্তব্যের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র শুক্রবার বলেন, ‘আমরা ফিলিপাইনকে আহ্বান জানাই যেন তারা আন্তরিকভাবে এক চীন নীতিকে মেনে চলে এবং চীনের প্রধান স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আগুন নিয়ে খেলা না করে।’
- Advertisement -spot_img
সর্বশেষ

টুঙ্গিপাড়ায় পদত্যাগ করেছেন আওয়ামী লীগ ও কৃষক লীগের দুই নেতা

খবরের দেশ ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন আওয়ামী লীগ ও কৃষক লীগের দুই নেতা। বুধবার সকালে উপজেলার...