30 C
Dhaka
রবিবার, আগস্ট ১০, ২০২৫

ইরাকে গ্যাস লিকের ঘটনায় ৬০০ জনের বেশি তীর্থযাত্রী শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্ক :
ইরাকে পানিশোধন কেন্দ্রে ক্লোরিন গ্যাস লিকের ঘটনায় ৬০০ জনের বেশি তীর্থযাত্রী শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে রবিবার জানিয়েছে কর্তৃপক্ষ।
ইরাকের মধ্য ও দক্ষিণাঞ্চলে অবস্থিত দুটি শিয়া পবিত্র নগরী নাজাফ ও কারবালার মধ্যবর্তী পথে শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে।
এ বছর কয়েক লাখ শিয়া মুসলিম তীর্থযাত্রী কারবালায় যাবেন বলে আশা করা হচ্ছে। শহরটিতে রয়েছে সম্মানিত ইমাম হুসাইন ও তার ভাই আব্বাসের মাজার।
সেখানে তারা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হুসাইনের শাহাদাত স্মরণ করে আরবাঈন নামের ৪০ দিনের শোককাল পালন করবেন।

 

এক সংক্ষিপ্ত বিবৃতিতে ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘কারবালায় ক্লোরিন গ্যাস লিকের ফলে ৬২১ জনের শ্বাসকষ্টজনিত ঘটনা রেকর্ড করা হয়েছে। সবাই প্রয়োজনীয় চিকিৎসা পেয়েছেন ও সুস্থ অবস্থায় হাসপাতাল ছেড়েছেন।’

তীর্থযাত্রীদের নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনী জানায়, ‘কারবালা-নাজাফ সড়কের একটি পানিশোধন কেন্দ্রে ক্লোরিন লিক থেকেই এ ঘটনা ঘটেছে।

’দশকের পর দশক ধরে সংঘাত ও দুর্নীতির কারণে ইরাকের অবকাঠামো নষ্ট হয়ে পড়েছে, এ ছাড়া নিরাপত্তা মানদণ্ডের প্রতিপালনও সেখানে প্রায়ই শিথিল থাকে।
গত জুলাই মাসে পূর্বাঞ্চলীয় শহর কুতের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। কর্তৃপক্ষের তথ্য মতে, তাদের অনেকেই শৌচাগারে শ্বাসরোধ হয়ে মারা যান।
- Advertisement -spot_img
সর্বশেষ

জয়ে সিরিজে ১-১ ব্যবধানে ফিরে এসেছে বাংলাদেশ

খবরের দেশ ডেস্ক : বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই দুর্দান্ত পাঁচ উইকেট শিকার এবং কুশল মেন্ডিসের তাণ্ডব ও...